‘আমাকে সুযোগ তো দিতে হবে’

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটা সময় নিয়মিত মুখ ছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। সাকিব আল হাসানের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি সময় স্থায়ী হতে পারেননি তিনি। শুরুর দিকে ভালো করলেও সময়ের সাথে কিছুটা ম্লান হয়েছে তার পারফরম্যান্স।

সাম্প্রতিক সময়ে অবশ্য আবারো নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত বিপিএল ও ডিপিএলে ভালো করার পুরস্কার স্বরূপ ডাক পেয়েছিলেন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। যদিও বল হাতে দেখা যায়নি তাকে।

এদিকে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রদিএশিয় সিরিজের জন্য ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পেও ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ফরহাদ রেজা জানিয়েছেন একটা সুযোগের অপেক্ষায় আছেন তিনি।

তার ভাষ্য, ‘তুষার’ দা ও জয় দুজনেই আমার সাথে কাজ করছে চার-পাঁচ বছর ধরে। তারাই আমার ফিজিও এবং ট্রেনার। ফলে আমার ফিটনেসটি চার-পাঁচ বছর ধরে এভাবে রেখেছি। অন্যদেরকে খুব একতা খারাপ বলবো না। ১০ এর উপরে ছল সবার (বিপ টেস্টে স্কোর)। আমার মতে সবাই মোটামুটি ভালোই করেছে, আরও একটু ভালো করতে পারতো।’

‘আগেই বলেছি যে আমি আমার কাজটা ঠিকমত করার চেষ্টা করেছি। ভালো কিছুই করা আমার কাজ। যখন সুযোগ পাবো ভালো করার প্রস্তুতি নিচ্ছি। এতা আসলে আমার হাতে নেই। বিপিএল, প্রিমিয়ার লিগ সহ সব জায়গাতেই ভালো করেছি। বিপিএলে তো দেশের সেরা খেলোয়াররাই অংশ নেয়। আমাকে তো সুযোগ দিতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »