https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে চান তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম। সাদা পোশাকের ক্রিকেটে প্রায় এক বছর আগে জাতীয় দলের হয়ে খেললেও এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের সাথে দীর্ঘদিন ধরেই ওপেনার হিসেবে সাদা পোশাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস। কখনও সৌম্য সরকার অথবা লিটন কুমার ইনিংস উদ্বোধন করতে নামলেও থিতু হতে পারেননি কেউই। এত অভিজ্ঞদের ভিরে তাই জায়গা পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে সাদমানকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল বিশ্রামে থাকায় সুযোগ পেতে পারেন সাদমান।
সাদমান তার পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বলেন, ‘অভিষেক টেস্টেই তামিম ভাইকে পাইনি, সৌম্য ভাইয়ের সাথে ওপেনিং করেছিলাম। যেমন ব্যাটিং করি যেমন খেলি সেই জায়গা থেকেই নিজের মত করে খেলার চেষ্টা করব। আগের মতই পরিকল্পনা থাকবে। প্রথম শ্রেণিতে ও ‘এ’ দলে যেভাবে খেলি সেভাবেই পরিকল্পনা থাকবে।’
রঙিন পোশাকে এখন পর্যন্তজাতি দলের জার্সি গায়ে জড়াতে পারেননি সাদমান। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের যে পরিমানে টেস্ট রয়েছে সেখানে হয়তো তার খেলার সুযোগটা একটু বেশিই থাকতে পারে। সাদমানের ভাষ্য, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকগুলো ম্যাচ আছে এখন। এটা ভেবেই ভারত সহ অনেক জায়গায় আমাদের দল পাঠানো হয়েছে। প্র্যাকটিসটা এখান থেকেই শুরু হয়েছে। সামনে কোনো ওয়ানডে খেলা আছে বলে আমার মনে হয় না। টেস্ট নিয়েই তাই বাড়তি চিন্তা করছি। অনেক ম্যাচ আছে সামনে। ভালো করতে হবে, অনেক ভালো করতে হবে তাহলেই ফলাফল আসবে।‘
অভিষেক ম্যাচে মাত্র ২৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা সাদমান আরও বলেন, ‘সবসময় তো বড় ইনিংস খেলার চিন্তাই করি। সবসময় যেটা মাথায় নিয়ে খেলি ওভাবেই ব্যাটিং করি।’
অর্থাৎ এবার যে সেঞ্চুরি হাঁকানোর কথাই ভাবছেন সাদমা সেটাই জানিয়ে রাখলেন তিনি!