আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরছেন জুবায়ের লিখন!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন বল হাতে ফিরতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই। তবে সেটা আন্তর্জাতিক ম্যাচে নয়। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে টাইগারদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। যেখানে ডাকা হতে পারে লেগি জুবায়ের হোসেন লিখনকে।

হঠাত করেই সোমবার মিরপুরের হোব অব ক্রিকেটে বল হাতে নেটে বল করতে দেখা যায় জুবায়ের হোসেন লিখনকে। আন্তর্জাতিক ত বটেই ঘরোয়া ক্রিকেটেও গেল বছর দল পাননি এই বোলার। তাছাড়া কন্ডিশনিং ক্যাম্পের ৩৫ সদস্যের দলে না থাকলেও হঠাত তার মাঠে আসার ব্যাপে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে নাকি তার খেলার কথা রয়েছে।

অন্যদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু লিখনকে খেলানোর ব্যাপ্রে এখনও শতভাগ নিশ্চয়তা না দিলেও আফগানদের বিপক্ষে টেস্টে তরুণ ক্রিকেটাররা থাকছেন না। কেননা শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ থাকা ও ইংল্যান্ড থেকে যথা সময়ে অনুর্ধ্ব-১৯ দলের না আসার কারনেই দুইদিনের ম্যাচে খেলানো হতে পারে লিখনকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »