আফগানদের স্পিন নিয়ে ভাবনার কোনো কারন নেই

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান শক্তির কথা বিচার করলে বলতে হয় তাদের স্পিন বিভাগ নিয়ে। রশিদ খান, মোহাম্মদ নবী কিংবা তরুণ মুজিব উর রহমান আধিপত্য বিস্তার করে যাচ্ছেন প্রতিপক্ষ দলের বিপক্ষে।

দ্বিতীয়বারের মত এবারের আসরে অংশ নেয়া আফগানদের ব্যাটিং ও বোলিং বিভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা খুব বেশি সফল যে হয়েছেন এমন নয়। কেননা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আফগানরা। তাদের সব শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আশা জাগিয়েও হেরে বসেছে দলটি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে নিউজক্রিকেট২৪.কম’কে দেয়া এক সাক্ষাৎকারে অলরাউন্ডার অলক কাপালি জানালেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের স্পিন বিভাগ নিয়ে ভাবনার নেই কিছুই। শুধুমাত্র রশিদ খানের বলগুলো রয়েসয়ে খেলতে পারলে খুব বেশি সমস্যা হবে না টাইগারদের।

‘আজেকের উইকেটটা (ভারতের বিপক্ষে ম্যাচে) হয়তো একটু অন্যরকম ছিল যার কারণে স্পিনাররা ভালো করেছ। মূলত ইংল্যান্ডের উইকেট কিন্তু স্পিন সহায়ক না। পেস ও ব্যাটিং সহায়ক হয়ে থাকে। আমার মনে হয় না তাদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করার কিছু আছে। তাদের বোলার কিন্তু আসলে দুইজনই। রশিদ খান ও মুজিব উর রহমান। তাদের দুইজনকে দেখে খেলতে পারলে মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের পেসারদের চেয়ে স্পিনাররা কী ম্যাচে বেশি প্রভাব রাখতে পারেন? এমন প্রশ্নের জবাবে নিউজক্রিকেট২৪.কম’কে তিনি জানান, ‘রশিদ খান হয়তো এক ম্যাচে খারাপ করেছে (ইংল্যান্ডের বিপক্ষে)। বাকি ম্যাচগুলোতে কিন্তু সে ভালো করেছে। আমার মনে হয় রশিদ খানকে যদি আমরা উইকেট না দেই তাহলে এমনিতেই ভালো করবে ব্যাটসম্যানরা। তাদের বাকি বোলাররা কিন্তু আহামরি নয়। আমরা কিন্তু ভালো দলের পেস বোলারদের মোকাবেলা করে এসেছি। উইন্ডিজ দলের থমাস কিংবা দক্ষিণ আফ্রিকার অনেক ভালো বোলারের বিপক্ষে কিন্তু আমরা খেলে এসেছি। তাদের পেস বোলার কিন্তু তেমন নেই। তাদের মেইন বোলার রশিদ খানকে যদি আমরা উইকেট না দেই তাহলে সাকিব আর লিটন যেভাবে অ্যাটাক করছে সেটা সম্ভব অন্য বোলারদের ক্ষেত্রে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »