https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এশিয়ার ক্রিকেটে খুব স্বল্প সময়ে চোখে পড়ার মত উন্নতি করেছে আফগানিস্তান সেটা আর বলার অপেক্ষা রাখে না। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সাদা পোশাকের টেস্ট মর্যাদাটাও নিয়ে নিয়েছে আফগানরা। আর সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়েকে সাথে নিয়ে আফগানরা ত্রিদেশীয় যে সিরিজটি খেলতে যাচ্ছে সেটিও হতে যাচ্ছে টি-২০ ফরম্যাটে। তবে এর আগে টাইগারদের বিপক্ষে রশিদ খানরা খেলবে একটি টেস্ট ম্যাচও। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মাচে বাংলাদেশের ভাবনার কিছু নেই বলেই মনে করেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু জানান, ‘তাদেরকে (আফগানিস্তানকে) ভয় পাওয়ার কিছুই নেই। আফাগ্নিসানকে নিয়েই আমরা কেন এত ভাবতে যাব! আফগানরা টেস্টে নতুন দল। তাদের তুলনায় আমরা অনেক অভিজ্ঞ ও পরিণত। তাদের চেয়ে অধিক দক্ষ আমাদের ক্রিকেটাররা।’
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স খুব বেশি রঙিন ছিল না। টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এই প্রসঙ্গে নান্নু জানান, ‘আফগানিস্তানের যুবাদের বিপক্ষে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামিনি। সেখানে সমান সমান লড়াই করেছে বলে জাতীয় দলের বিপক্ষে আমরা ব্যাকফুটে থাকবো সেটা ভাবার কোনো কারন নেই।’
‘চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না। ছেলেরা ঘরের মাঠে খেলবে। চেনা মাঠ, চেনা পরিবেশ চট করেই মানিয়ে নিতে পারবে ছেলেরা। তাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না।’