https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আরও দ্বিপ্রহর। আজকে (২৮ মে) প্রস্তুতি ম্যাচগুলোই হচ্ছে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেটের পরাশক্তি হয়ে ওঠছে ধীরে ধীরে আফগানিস্তান সেই আভাস পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরেই। বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে শুরু করে এশিয়া কাপ কিংবা প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে তারা। আফগান দলের ব্যাটিংয়ে টপ অর্ডারে যে সাহসিকতার সাথে ব্যাটিং করে থাকে তা সত্যি প্রশংসার দাবিদার। অন্যদিকে বোলিং বিভাগে তাদের শক্তি রশিদ, নবী কিংবা মুজিবের মত স্পিনাররা। আফগানিস্তানের এই দিকগুলো নজর এড়ায়নি ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের। এবারের বিশ্বকাপে আফগানিস্তান দল চমক দেখাবে বলেই তার বিশ্বাস।
আফাগান দল নিয়ে শচীনের ভাষ্য, ‘পুরো বিশ্বকাপে আফগানরা চমক দেখাবে। তাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা আক্রমণ বিভাগ। বিশ্বকাপের আসরটাকে তারা যদি টেস্ট ক্রিকেটের মতই মনে করে খেলে তাহলে মধ্যখানের ওভারগুলোতে উইকেট তুলে নিতে পারবে তারা।’