আফগানদের নিয়ে সতর্ক সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল সাদা পোশাকের ম্যাচ খেলতে নামছে ৫ সেপ্টেম্বর। বাংলাদেশের তুলনায় আফগানরা কিছুটা কম শক্তিশালী হলেও তাদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ সাকিব আল হাসান। বং তাদেরকে চ্যালেঞ্জ হিসেবেই নিতে চান বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

সাকিবের মতে যেকোনো দলের বিপক্ষে একই রকম মানসিকতা নিয়ে খেলা উচিত। তাই আফগানদের বিপক্ষেও ছোট দল হিসেবে খেলার পক্ষপাতি নয় তিনি। সাকিবের ভাষ্য, ‘যেকোনো দলের বিপক্ষে খেলতে গেলেই আমাদের ভাওনা থাকে যে জিততে হবে। আফগানিস্তানের বিপক্ষেও একই ভাবনা থাকবে। মানসিকতায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না আমাদের। জেতার জন্যই আমরা খেলবো। যার যার সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করবো।’

আফগানিস্তানকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এমনটা জানিয়ে তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ সবসময়ই থাকে। তারা যেভাবে উন্নতি করছে সব ফরম্যাটেই তারা চ্যালেঞ্জিং দল। বেশ কিছু ভালো মানের খেলোয়াড় আছে যারা আমদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। খুবই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদেরকে এবং দল হিসেবেই খেলতে হবে। ব্যক্তিগত দুয়েকজনের পারফরম্যান্স দিয়ে জেতা সম্ভব হবে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »