নিউজ ডেস্ক »
কিছুদিন আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল জানিয়েছিলেন নিজের ক্যারিয়ারের সেরা দুটি ব্যাট নিলামে তুলবেন করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময়টাতে বিপাকে পড়া মানুষদের কল্যাণে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আশরাফুল। কারণ তিনি মনে করছেন ইতিহাস গড়া দুটি ব্যাট নিলামে তুললে এই মুহূর্তে খুব বেশি লাভবান হওয়া যাবে না।
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মোঃ আশরাফুল। এবং ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক সেঞ্চুরির ব্যাট নিলামে তুলতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি “ক্রিকলোজি উইথ দুর্জয় দাশ গুপ্ত” নামক একটি ফেসবুক লাইভ শো’তে যুক্ত হয়েছিলেন মোঃ আশরাফুল। সেখানে তাঁর ব্যাটের নিলাম নিয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, ‘আমার ইচ্ছে ছিলো আমি যখন বুড়ো হবো তখন এই দুটি ব্যাট নিলামে তুলবো। কিন্তু পরে চিন্তা করলাম এই সময়টাতে অসহায় মানুষদের কল্যাণে যদি আসে আমার এই দুটি ব্যাট। তবে আমাদের দেশে এই কালচারটা এখনো তৈরি হয়নি। সাকিবের ব্যাটের নিলাম আর মুশফিকের যেটা চলতেছে এই দুটো দেখেই মনে হচ্ছে এখনো আমাদের দেশে এমন কালচার আসেনি। নিলামের প্রক্রিয়াটা কিভাবে শুরু করবো এ ব্যাপারে আমি আলাপ করেছিলাম কয়েকজনের সাথে। কিন্তু দেখা যাচ্ছে যে উদ্যোগটা নেওয়ার জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম সেটায় খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। আর এই দুটি ব্যাট আমার জন্য খুব স্পেশাল। বাংলাদেশ ক্রিকেটের জন্যও স্পেশাল। তাই দুটি স্পেশাল ব্যাট আমি অল্পতেই দিয়ে দিতে চাচ্ছি না।’