https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
মানসিক চাপ সইতে না পেরে এবার আত্মহত্যার পথ বেছে নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। প্রায় ৫৮ বছর বয়সেই এই পথ বেছে নিলেন তিনি।
কি কারণে আত্মহত্যা করেছেন তিনি সেই সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত পরিস্কার করতে না পারলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কেন চন্দ্রশেখর আত্মহত্যা করেছে সেটা সুইসাইড নোট লেখে যাননি।’
এদিকে এই ঘটনায় চন্দ্রশেখরের স্ত্রী সৌম্য বলেন, ‘বিকাল ৬টার দিকে পরিবারের সাথে চা পান করে দোতলায় নিজের রুমে চলে যান চন্দ্রশেখর। সন্ধ্যার দিকে দরজা ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেলে জানালা দিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলে আছেন চন্দ্রশেখর। সাম্প্রতিক সময়ে ব্যবসার ক্ষতির মুখ দেখায় মানসিক চাপে ছিলেন সাবেক এই ক্রিকেটার এমনটাও জানিয়েছেন তার স্ত্রী।
ভারত জাতীয় দলের জার্সি গায়ে মাত্র ৭টি ওয়ানডে খেয়ার সুযোগ হয়েছিল তার। যদিও তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন চন্দ্রশেখর।
ক্রিকেট ক্যারিয়ার শেষে তামিলনাড়ুর ফ্র্যাঞ্চাইজি ভিবি কাঞ্চি বিরান্সের মালিক ছিলেন তিনি। এছাড়া একটি ক্রিকেট একাডেমি চালিয়েছিলেন চন্দ্রশেখর।