আত্মপ্রকাশ ঘটছে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এই মোতেরা স্টেডিয়ামটি আগে থেকেই ছিলো। এটি প্রথম নির্মাণ হয় ১৯৮২ সালে। আর ২০১৫ সালে এই মাঠটির বিস্তার ও দর্শক ক্ষমতা বাড়ানোর জন্য এটি ভেঙে ফেলা হয়। পরে এই মাঠের ডিজাইন তৈরি করেন অস্ট্রেলিয়ান নির্মাণ পরিকল্পকরা।

ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৭ সালে এ স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং এর কাজ দুই বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন নরেন্দ্র মোদি। এ মাঠটি প্রসঙ্গে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েসনের সভাপতি অমিত শাহ বলেন, “এটি আমাদের প্রধানমন্ত্রীর একটি লক্ষ্য। তার স্বপ্ন ছিলো ভারতে বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো বানানো। ক্রিকেট আসলে আমাদের দেশজুড়ে বেশ উদ্দীপনা সঞ্চার করেছে।”

স্টেডিয়ামটি স্পেশালভাবেই বানানো হচ্ছে। এখানে ব্যবহৃত হবে লেডফ্লাড লাইট, যা ভারতের প্রথম স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হবে। তাছাড়া এখানে থাকবে চারিটি ড্রেসিং রুম, ৭৬ টি কর্পোরেট বক্স, অলিম্পিক সাইজ সুইমিং পুল ও একটু ক্লাব হাউজ। স্টেডিয়ামটি বানাতে খরচ হচ্ছে ৭০০ কোটি রুপি। যা মার্কিন ডলার বিবেচনায়, ৯ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৪৩ মার্কিন ডলার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »