আজ আসছে ভারত

ক্রীড়া প্রতিবেদক »

 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজে খেলতে আজ (০১ ডিসেম্বর) ঢাকায় আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌছানোর কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

ঢাকায় পৌঁছেই আগমীকাল (০২ ডিসেম্বর) থেকে অনুশীলনে নেমে পড়বে ভারত দল। দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করবে তারা। আর পরশু দিন অর্থাৎ প্রথম ওয়ানডের আগের দিন ভারত সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করবে ভারত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে মিরপুরে। তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর চট্টগ্রামেই প্রথম টেস্ট শেষে আবার মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »