নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে ঘরবন্দী মানুষদের বিনোদিত করতেই বিভিন্ন ভাবে লাইভ অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রিয় তারকাদের নিয়ে লাইভে আড্ডা দেয় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান। এবার এমনই একটা লাইভে আসছেন মুশফিকুর রহিম। আড্ডায় মেতে উঠবেন ভক্তদের সাথে।
আজ (১৮’ই মে) ইয়ং বাংলা নামক একটি ফেসবুক পেজের “লেটস টক অন” নামক লাইভ অনুষ্ঠানে থাকবেন মুশফিকুর রহিম। রাত ৯’টা থেকে ১০’টা পর্যন্ত লাইভে থাকবেন মুশফিকুর রহিম। এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মুশফিকুর রহিম। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ইয়ং বাংলা।
এর আগেও অনেকবার লাইভে এসেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালের সাথে লাইভে এসেও আড্ডায় মেতেছিলেন তিনি। বিভিন্ন প্রশ্নের রসাঁলো উত্তর দিয়ে আনন্দে মাতিয়েছেন দর্শকদের। এরপর নিজের ব্যাটের নিলামের সময়ও “স্পোর্টস ফর লাইফ” পেজ থেকে লাইভে এসেছিলেন এই ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ৪:১০ পিএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ