আজকের দিনেই বাংলাদেশ পেয়েছিলো প্রথম হ্যাট্রিক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম সবকিছুই হয় খুব স্পেশাল। ক্রিকেটের ক্ষেত্রে প্রথম ম্যাচ, প্রথম সেঞ্চুরি, প্রথম জয় কিংবা প্রথম হ্যাট্রিক সবকিছুই জমা হয়ে রয় স্মৃতির পাতায় আর রেকর্ড বুকে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাট্রিক আসে আজকের দিনে। ২০০৩ সালের এই দিনে টাইগারদের হয়ে প্রথম হ্যাট্রিক করেন অলরাউন্ডার অলক কাপালি। ম্যাচটা ছিলো টেস্ট আর সেটা পাকিস্তানের বিপক্ষে। পরপর তিন বলে শাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া আর উমর গুলের উইকেট তুলে নিয়ে এই রেকর্ড গড়েন কাপালি। ঐ দিনে কেবল হ্যাট্রিকই নয়, টেস্ট ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ পেয়েছিলো লিডের স্বাদ। এর পরে অনেকবারই টিম টাইগার্স টেস্ট ক্রিকেটে লিড পেয়েছে। কিন্তু তখনকার বাংলাদেশের কাছে নিঃসন্দেহে এটা ছিলো অনেক বড় এক পাওয়া।

বাংলাদেশের প্রথম হ্যাট্রিক ম্যান আর প্রথম লিড এনে দেওয়া নায়কের নাম অলক কাপালি। এখনো ক্রিকেটের সাথেই নিজেকে জড়িয়ে রেখেছেন। যদিওবা জাতীয় দলের বাইরে আজ অনেকদিন কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আর ঘরোয়া ক্রিকেটে এখনো এক ভরসার নাম কাপালি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ। এই বদলে যাওয়া বাংলাদেশকে প্রথম যুদ্ধ করতে শিখিয়েছেন এই অলক কাপালিরাই। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই বিশেষ দিনে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের পক্ষ থেকে হ্যাট্রিকম্যান অলক কাপালির জন্য রইলো অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »