আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেলেন স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ, এইতো সেদিন ক্যারিয়ারের ধীরতম শতক করে নতুন রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। ২৯৫বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্শাল শেফিল্ড শিল্ডে। কিন্তু ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে মাশুল হিসেবে এবার জরিমানা গুনতে হচ্ছে তাকে।

নিউ সাউথ ওয়েলসের হয়ে ৩১৪ রানে ৩ উইকেটের সময় ১০৩ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তার জাতীয় দলের আরেক সতীর্থ মার্কস স্টয়নিস তখন বোলিংয়ে। স্টয়নিসের একটি বলে শট খেলতে গেলে বল জস ইঙ্গিলসের গ্লাভসবন্দী হয়। তারা আম্পায়ারের কাছে আবেদন জানালে আম্পায়ার আউট দেন। কিন্তু স্মিথ ব্যাপারটি মেনে নিতে পারেননি। সাথে সাথে প্রতিবাদ করেন৷ যদিও বা আম্পায়ারের সিদ্ধান্ত মতে তখনই মাঠ ছাড়তে হয় স্মিথকে। এবং আইসিসির আচরণবিধি লঙ্ঘনের শাস্তিস্বরূপ জরিমানা গুণতে হচ্ছে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

আউট প্রসঙ্গে স্মিথ বলেন – ‘ এমন সিদ্ধান্তে আপনি বিব্রত হতেই পারেন। আমার মনে হয়না আমার ব্যাট বলটি স্পর্শ করেছিলো, কিন্তু এটাই ক্রিকেট আর এখানে এমনটা হয়। এটা মেনেই এখানে এগিয়ে যেতে হবে।’

আগামী ২১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এই সিরিজ শুরু আগে সর্বোচ্চ প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলছেন শেফিল্ড শিল্ডে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »