আগামী‌তে ব‌াংলা শি‌খে বি‌পিএ‌লে কো‌চিং করা‌তে আস‌বেন গিবস!

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বাংলা‌দেশ প্রি‌মিয়ার লি‌গের সপ্তম আস‌রে সিলেট থান্ডারের কোচ হি‌সে‌বে আছেন সা‌বেক দ‌ক্ষিণ আফ্রিকান ও‌পেনার হা‌র্শেল গিবস। ত‌বে কো‌চিং করা‌তে এসে জ‌টিল সমস্যায় প‌ড়ে‌ছেন গিবস। বাংলা‌দে‌শের খে‌লোয়া‌ড়েরা গিব‌সের কথা না কি ঠিক ম‌তো বু‌ঝেন না! কো‌চের সা‌থে কথা বলার সময় শুধু শুধু মাথা নাড়ান!

বাংলা‌দে‌শে আসার পর গণমাধ্যম এড়ি‌য়ে চলা হা‌র্শেল গিবস আজ সি‌লেট জেলা স্টে‌ডিয়া‌মে সাংবা‌দিক‌দের সা‌থে কথা বলার সময় হাস‌তে হাস‌তে বল‌ছি‌লেন প‌রের বার বিপিএলে কোচিং করাতে আস‌লে বাংলা ভাষা শিখে আস‌বো!

মজার বিষয় হ‌লো বাংলাদেশের জাতীয় দ‌লের কোচিং স্টা‌ফের বড় অংশ দ‌ক্ষিণ আফ্রিকান। জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি দুই বছর ধরে কাজ কর‌ছেন বাংলা‌দে‌শের সা‌থে। তি‌নি বেশ সফল ও ব‌টে। এছাড়া প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও গত সেপ্টেম্বর থেকে দ‌লের সা‌থে আছেন।

ভাষা সমস্যা এড়ি‌য়ে ম্যাকেঞ্জিরা ‌কিভা‌বে বাংলাদেশে কাজ করেন, তা নি‌য়ে ও গিবস বিস্ময় প্রকাশ ক‌রেন হা‌র্শেল গিবস। তি‌নি ব‌লেন, ‘আমি ঠিক জা‌নি না নিল ম্যাকেঞ্জি যখন কথা বলে তখন ওরা ঠিকভাবে বুঝতে পারে কি না। আমি তো তার মতোই দক্ষিণ আফ্রিকান, আমি জানি না সে যা বলতে চায়, তার সব কিছু ওরা বুঝতে পারে কি না। সে(ম্যাকা‌ঞ্জি) দারুণ ব্যাটিং কোচ। ওর সা‌থে কাজ করলে ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আমি ‌ঠিক জানি না, ওর কথা ছেলেরা কতটা বুঝ‌তে পার‌ছে।’

গতকাল ও গণমাধ্যম কর্মী‌দের সা‌থে আলাপ কা‌লে গিবস আক্ষেপ নি‌য়ে বলছিলেন, ‘ভাষার দূরত্ব তো আছেই। আপনাদের সঙ্গে যখন কথা বলি, আপনারা সব বুঝতে পারেন। ওদের‌কে ও এভাবে বুঝিয়ে বলতে পারলে ভালো লাগত। আমি অবশ্যই চাই, যখন আমি কথা বলি, আমার প্রতিটি শব্দ যেন তারা বুঝতে পারে। কিন্তু তা হচ্ছে না! এটা খুব বে‌শি হতাশার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »