আকবরদের শু‌ভেচ্ছা জানা‌লেন পাক রাষ্ট্রপ‌তি

শোয়েব আক্তার »

শ্বাসরুদ্ধকর ম্যা‌চে ভারত অনুর্ধ্ব-১৯ দল‌কে তিন উইকে‌টে হা‌রি‌য়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকা‌পের তে‌রোতম আস‌রের শি‌রোপা জি‌তে‌ছে বাংলা‌দেশ অনুর্ধ্ব-১৯ দল। প্রথম বা‌রের ম‌তো আইসি‌সি’র কোন বৈ‌শ্বিক টুর্না‌মে‌ন্টের শি‌রোপা জেতায় দে‌শে-‌বি‌দে‌শে প্রসংশার জোয়া‌রে ভাস‌ছে জু‌নিয়র টাইগার’রা। এবার এই তা‌লিকায় নতুন ভা‌বে যুক্ত হ‌লেন, পা‌কিস্তা‌নের রাষ্ট্রপ‌তি ডা. আরিফ আলভী।

‌নি‌জের টুইটার অ্যাকাউ‌ন্টে এক সং‌ক্ষিপ্ত টুইট বার্তায় জু‌নিয়র টাইগার‌দের এ অভিনন্দন জানান। টুইটা‌রে পাক রাষ্ট্রপ‌তি লে‌খেন, ‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকা‌প জ‌য়ের জন্য বাংলা‌দেশকে অভিনন্দন।’

ফাইনা‌লে চির প্র‌তিদ্ব‌ন্দি ভার‌ত কে সমর্থন দেওয়ার কথা না পা‌কিস্তা‌নের। তার উপর চলমান সিমা‌ন্তে অস্থিরতা দুই দে‌শের সম্পর্ক কে আরও তিক্ততায় রুপ দি‌য়ে‌ছে। তাই, গতকাল‌কের ম্যা‌চে স্বাভা‌বিক ভা‌বেই পা‌কিস্তা‌নের সমর্থন পে‌য়ে‌ছে বাংলা‌দেশ।

ম্যা‌চের আগে ও গতকাল ম্যা‌চের পর বাংলা‌দেশের শি‌রোপা জ‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে পা‌কিস্তানী‌দের উচ্ছাস প্রকাশ কর‌তে দেখা গে‌ছে। পা‌কিস্তান ক্রি‌কেট বোর্ড বাংলা‌দে‌শের বিশ্বকাপ জ‌য়ের পর তাদের নিজস্ব ফেইসবুক পেই‌ছে “ঈদ মোবারক” লি‌খে সবাই‌কে শু‌ভেচ্ছা জানি‌য়ে‌ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »