নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোলকাতা নাইট রাইডার্স ৩য়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হয়েছে আইপিএল ২০২৪। রান বন্যার আইপিএলে ব্যাটাররা দাপট দেখালেও বেশ কয়েকজন বোলার দূর্দান্ত পারফর্ম করেছেন।
সর্বোচ্চ উইকেটশিকারী বোলারদের মধ্যে কোলকাতার বোলারদের সংখ্যাই বেশি। কোলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বোলারদের দূর্দান্ত অবদান ছিলো, এটিই তার প্রমাণ।
সর্বোচ্চ উইকেট পাওয়া ১০ বোলার-
পাঞ্জাবের পেসার হার্শাল প্যটেল সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন।
কোলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী ২১ উইকেট শিকার করেন
মুম্বাইয়ের পেসার বুমরাহ ২০ উইকেট শিকার করেন
কোলকাতার পেসার আন্দ্রে রাসেল ১৯ উইকেট শিকার করেন
কোলকাতার পেসার হারসিত রানা ১৯ উইকেট শিকার করেন
সানরাইজার্সের পেসার নটরঞ্জন ১৯ উইকেট শিকার করেন
পাঞ্জাবের পেসার আর্শদ্বীপ সিংহ ১৯ উইকেট শিকার করেন
রাজস্থানের পেসার আবেশ খান ১৯ উইকেট শিকার করেন
রাজস্থানের স্পিনার চাহাল ১৮ উইকেট শিকার করেন
সানরাইজার্সের পেসার কামিন্স ১৮ উইকেট শিকার করেন
এছাড়াও মুকেশ কুমার ৭১, সুনিল নারিন ১৭, দেশপান্ডে ১৭, খলিল ১৭ ও স্টার্ক ১৭ উইকেট শিকার করেন।