নিউজ ডেস্ক »
জাসপ্রিত বুমরাহ, বর্তমান ভারতীয় দলের সবচেয়ে ভয়ংকর বোলার। শুধু ভারতের না পুরো বিশ্বের অন্যতম সেরা একজন বোলার এখন তিনি। ইনিংসের শুরু কিংবা ডেথ ওভারে অসাধারণ বল করেন সব সময়। তার ইউর্কার গুলো প্রতিপক্ষ ব্যাটসম্যানের জন্য ভীষণ ভয়ংকর।
২০১৬ সালে বুমরাহর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরপর তাকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। ম্যাচের পর ম্যাচ অনবদ্য বোলিং করে চলেছেন। হয়েছেন আইসিসি র্যাংকিং এর ১ নাম্বার বোলার। তবে তার আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার মাধ্যম ধরা হয় আইপিএলকে। কিন্তু তিনি জানান এই ধারণা ভুল। তিনি অন্যান্য লিগে ভালো করেই দেশের জার্সি গায়ে দেয়ার সুযোগ পান।
সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এর সাথে লাইভে অংশগ্রহণ করেন তিনি। কথা বলেন নানান বিষয় নিয়ে। সমর্থকদের ভুল ধারণা ভেঙে দিয়ে তিনি বলেন, “ভারতীয় ক্রিকেটে অনেকেই ভাবে আইপিএলে ভালো খেললে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যায়। আমিও একি ধারণা করেছিলাম। এটা আমি মানি যে আইপিএলে আমার প্রতিভার বিকাশ করতে পেরেছিলাম। এটি আমাকে চেনাতে সাহায্য করেছিলো। কিন্তু অনেকেই মনে করেন আইপিএলের জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছি, বিষয়টা সম্পূর্ণ ভুল।”
“২০১৩ সালে আমি প্রথম আইপিএলের দল পাই। সেই বার থেকে ২০১৪, ২০১৫ সালের আইপিএলে আমি নিয়মিত খেলার সুযোগ পাইনি। সবার এটা জানা উচিৎ আমি তখন বিজয় হাজারে ট্রফি ও বিভিন্ন ঘরোয়া ক্রিকেটে ভালো করেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছি।” —সাথে যোগ করেন তিনি।
উল্ল্যখ্য, ৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বুমরাহ ১৬টি টেষ্ট, ৬৪ ওয়ানডে ও ৪৯টি টি-টুয়েন্টি খেলেন। আর উইকেট নেন ৬৮,১০৪ ও ৫৯টি যথাক্রমে। সব মিলিয়ে ২৩১ টি উইকেটের মালিক এখন তিনি।
বাংলাদেশ সময়ঃ ৩.০০ পি এম
নিউজক্রিকেট২৪/ আরআর