অ্যাশেজ: হেডেংলি টেস্টে নেই স্মিথ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

অ্যাশেজের তৃতীয় টেস্ট ম্যাচটি হেডেংলিতে শুরু হতে যাচ্ছে ২২ আগস্ট। তবে এই ম্যাচে খেলতে পারছেন না দুর্দান্ত ফর্মে থাকা অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ড্র হয়েছিল সেই ম্যাচেই জোফরা আর্চারের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন স্মিথ। তার বদলি হিসেবে অবশ্য মাঠে নামতে পেরেছিলেন মার্নাস লাবুশানে। আঘাত পাওয়ার পর আর মাঠে থেকে ঝুঁকি নিতে চাননি স্মিথ। তৃতীয় ম্যাচের স্কোয়াড থেকে তাই বাদ যেতে হচ্ছে এই ব্যাটসম্যানকে। কেননা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি স্মিথ।

এদিকে স্মিথের না খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে স্মিথের শতভাগ সুস্থ হতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে। ফলে এখনই তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে স্মিথের। তবে স্মিথের পরিবর্তে একাদশে কে আসতে যাচ্ছেন সেটা সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »