https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অ্যাশেজের তৃতীয় টেস্ট ম্যাচে হ্যাডিংলিতে অজিদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে নতুন লজ্জায় ডুবেছে ইংলিশরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৯ রানের জবাবে ইংলিশরা অলআউট হয়েছে মাত্র ৬৭ রানে।
ম্যাচের শুরুর দিন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে বোলিং তোপে ফেলেন জোফরা আর্চার। একাই ৬ উইকেট নিয়ে অজিদেরকে গুটিয়ে দেয় মাত্র ১৭৯ রানে। অস্ট্রেলিয়ার ৮ ব্যাটসম্যানই এদিন নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যতে পারেননি।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ইংল্যান্ড সমর্থকদেরকে বড় হতাশাতেই ডুবিয়েছে দলটির ব্যাটসম্যানরা। একমাত্র জো ডেনলি বাদে কোনো ব্যাটসম্যানই তাদের রান নিয়ে যেতে পারেননি ৯ রানের উপরে।
দলীয় ১০ রানে ইংল্যান্ডের প্রথম উইকেটর পতন ঘটার পর কোনো রান যোগ করার আগেই পতন ঘটে দ্বিতীয় উইকেটের। টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। ফলে অজিদের বোলিং তোপে পরে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
বল হাতে অজিদের হয়ে হ্যাজেলউড ৫টি, প্যাট কামিন্স ৩টি এবং জেমস প্যাটিনসন নেন ২টি উইকেট।