অ্যাশেজ: উত্তেজনা ছড়িয়ে ড্র হল লর্ডস টেস্ট

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি শুরুথেকেই বৃষ্টি বাধায় পড়ার পর শেষ দিনে এসে উত্তেজনা ছড়িয়েই ড্র হয়েছে।

পঞ্চম দিনের খেলা শুরুর আগে ১০৪ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। বেন স্টোকস ও জস বাটলার আর বেয়ারস্টোর ছোট সংগ্রহে ভর করে অস্ট্রেলিয়াকে ২৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশরা। স্টোকসের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৫ রান।

জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে অজিরা। দলিয়৪৭ রানেই ৩ উইকেট হারানো অজিদের পথ দেখান স্মিথের বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নামা মার্নাস লাবুশানে। ম্যাথু হেডকে নিয়ে বিপর্যয় সামলে এগিয়ে যান দুজন। তবে লাবুশানে ব্যক্তিগত ৫৯ রানে ফিরে যাবার পর আবারও বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া। তবে শেষ মুহূর্তে এসে আর বিপদ ঘটতে দেননি হেড। ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেই থামে অজিদের ইনিংস। হেডের অপরাজিত ৪২ রানে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »