কে এম আবু হুরায়রা »
ওয়ার্নার বর্তমান বিশ্বের সেরা ওপেনারদের একজন। তবে গত অ্যাশেজে দেখা যায়নি চেনা সেই ওয়ার্নারকে। ইংল্যান্ডকে দেখলেই জ্বলে ওঠে ওয়ার্নারের ব্যাট। ইংলিশদের বিরুদ্ধে ৫৫.২৮ গড়ে খেলা ওয়ার্নার কিনা গত অ্যাশেজে সর্বসাকুল্যে রান করেছেন মাত্র ৮৫! অ্যাশেজের ৫ টি টেস্টের ১০ ইনিংসের ৫টি ইনিংসেই কোন রানের খাতা খুলতে পারেননি ডেভিড ওয়ার্নার। গত অ্যাশেজে ওয়ার্নারের রান সংখ্যা ছিলো যথাক্রমে ০, ০, ৩, ৫, ৬১, ০, ৫, ১১। ১০ ইনিংস খেলে দু অঙ্ক ছুয়েছেন মোটে ২বার। তৃতীয় টেস্টে ৬১ এবং শেষ টেস্টে ১১রান ব্যাতিত বাকি সবগুলোই কোন ফোন নম্বরের ডিজিটই হবে।
তবে গত অ্যাশেজে আরও অবাক করা বিষয় হলো ১০ ইনিংসের ৭ বারই ওয়ার্নারকে আউট করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। একটি এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট ব্রড জানিয়েছেন সেই পরিকল্পনা কথা৷ ওয়ার্নারকে বিপজ্জনক খেলোয়াড় দাবি করে ব্রড বলেন, ‘ওয়ার্নার একটি আকর্ষণীয় খেলোয়াড় ছিলেন। কারণ, তিনি একজন বিপজ্জনক খেলোয়াড়। এবং আমি মনে করি তিনি বিশ্বের অন্যতম সেরা তৃতীয় ইনিংসের উদ্বোধনী ব্যাটসম্যান। যেখানে তিনি আসেন এবং অস্ট্রেলিয়ার দ্বায়িত্ব পেলে খেলাটি আপনার থেকে ছিনিয়ে নেন। তিনি ইতিবাচকভাবে খেলছেন।’
অ্যাশেজের আগে ওয়ার্নারকে নিয়ে কিছু আলাদা পরিকল্পনা ছিলো ব্রডের। গত কয়েক বছরে ওয়ার্নারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই সফল তিনি। ব্রডের মতে, ‘আমি তার বিরুদ্ধে গত ৮-৯ বছর ধরে খেলছি৷ যখন সে ক্রিজে আসতো আমাকে কাট অথবা স্কয়ার ড্রাইভ করতো আমাকে। এবং আমাকে বাউন্ডারি মারতো। আমি অ্যাশেজের আগে তাকে নিয়ে গবেষণা করেছি। এবং তাকে আউট করেছি।’
গবেষণার ফলে বেশ কিছু পরিবর্তন এনেছিলো স্টুয়ার্ট ব্রড। এমনকি নিজের পদ্ধতিরও পরিবর্তন এনেছিলেন তিনি। ব্রড বলেন, ‘যে কেউ টপ-ফোর ব্যাটসম্যান আউট করার জন্য প্রচুর গর্ব বোধ করে। যেহেতু আমি দেখছি আমার কাজ হলো যতদ্রুত সম্ভব ব্যাটসম্যানদের আউট করে ইনিংসটিকে গড়া। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি প্রতিটি বল স্টাম্পে ফেলার চেষ্টা করব এবং হিট করব। এটি আমার মনোভাব ছিলো। আমি সম্ভবত পরিকল্পনার চেয়ে কিছুটা বেশি ভালো বোলিং সম্পন্ন করেছি। এবং তা কাজে লেগেছে।’