নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পার্থ স্টেডিয়ামে আজ ৩য় টি-২০তে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-পাকিস্তান। শুরুতেই টসে জিতে ফিল্ডিং নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর অস্ট্রেলিয়ার বোলিং এট্যাকে বিধস্ত হয় পাকিস্তান শিবির। পাকিস্তানের ট্রাম্প কার্ড বাবর আজমের ব্যাট ও আজ হাসেনি। ২য় ওভারেই প্যাভিলিয়নে ফিরেন। ৪ ওভারের মধ্যে ৩টি উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি কেউই। কোনভাবে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় মোহাম্মদ আমির ও হাসনাইন। এবং ১০৬ রানের টার্গেট দিয়ে ম্যাচ শেষ করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ফিঞ্চ-ওয়ার্নার ঝড়ে আবার পাকিস্তান শিবিরে নেমে আসে দুর্যোগ। একের পর এক বাউন্ডারি দিয়ে ১২ ওভারের মধ্যেই টার্গেট পূর্ণ করেন এ-ই ওপেনার জুটি। যার ফলে নির্ধারিত সময়ের অনেক পূর্বেই এক উইকেট ও না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্লেয়ার অব দ্য ম্যাচ হন শন অ্যাবট। ৫ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেই ১৪ রান খরচায় ২ উইকেট নেন শন অ্যাবট। প্লেয়ার অব দ্য সিরিজ হন স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
পাকিস্তান : ১০৬/৮ (২০ ওভার) ইফতিখার আহমেদ ৪৫, ইমামুল হক ১৪
রিচার্ডসন ৩/১৮, অ্যাবট ২/১৪
অস্ট্রেলিয়া : ১০৯(১১.২ ওভার) ফিঞ্চ ৫২*, ওয়ার্নার ৪৮*
ফলাফল : অস্ট্রেলিয়া ১০উইকেটে জয়ী।