অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম অধিনায়ক হলেন উসমান খাজা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

অস্ট্রেলিয়া দলের প্রথম মুসলিম অধিনায়ক হলেন উসমান খাজা। চলমান অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে ডার্বিশায়রের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক করা হয়েছে খাজাকে।

জাতীয় দলে যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স প্রদর্শন করে যাচ্ছেন তিনি। গত বিশ্বকাপে ব্যাট হাতে কিছুটা অনুজ্জ্বল হলেও অজি দলের নিয়মিত সদস্য হিসেবেই আছেন তিনি।

এদিকে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে দলের নিয়মিত অধিনায়ক টিম পেইনকে। প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় থাকতে দেখা যাবে অ্যালেক্স ক্যারিকে।

আর্চারের বাউন্সারে আঘাত পাওয়া স্টিভেন স্মিথকে দেখা যাবে ব্যাট হাতে। তাছাড়া বিশ্রাম দেয়া হয়েছে স্পিনার নাথান লায়ন, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড সহ জেমস প্যাটিনসনকে।

এক নজরে প্রস্তুতি ম্যাচে স্কোয়াড

উসমান খাজা (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, মার্কাস হ্যারিস, মিচেল স্টার্ক, মাইক নেসের, ম্যাথু ওয়েড, পিটার সিডল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »