অবসরের প্রশ্নে চটেছেন হাফিজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ তার অবসরের প্রশ্ন নিয়ে এবার চটেছেন বেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্ত তাকে অবসর প্রসঙ্গে জানতে চাইলে নিজের মেজাজ হারিয়ে জবাব দেন তিনি।

মোহাম্মদ হাফিজের বর্তমান বয়স ৩৮। এই বয়সের পর সাধারণত ক্রিকেটাররা খুব বেশি ফর্মে থাকেন না। বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস ঠিক রাখা আর সেই সাথে জাতীয় দলের হয়ে পারফর্ম করাটাও সহজ নয়। তরুণ ক্রিকেটারদের ভিরে নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয় বারবার।

পাকিস্তানের এই ক্রিকেটারকে সম্প্রতি এক ভক্ত টুইটারে জানতে চান কবে অবসরে যাচ্ছেন হাফিজ। আর এতেই বেশ চটেছেন তিনি। ওই ভক্তের প্রশ্নের জবাবে হাফিজ উত্তর দেন, ‘ছেড়ে দেয়া শব্দটির সাথে আমি পরিচিত নই। ক্যারিয়ার আমার, ইচ্ছাও আমার। যখন মন চাইবে তখন অবসর নিব।’

হাফিজের এমন জবাবে ইতোমধ্যে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। কেননা একটা সময় পুরো পাকিস্তান দলের অন্যতম ভরসার নাম তিনি থাকলেও সাম্প্রতিক সময়ে ফর্মে নেই তিনি। দফায় দফায় নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়া কিংবা ব্যাট হাতেও খুব বেশি সফল না হওয়াতেই তার অবসরের প্রশ্ন উদ্রেক হয়েছে ভক্তদের মনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »