অল্পতেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানরা

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৯তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানেই অলআউট হয়ে গেছে ক্যারিবিয়ানরা।

উইন্ডিজের হয়ে প্রথমে ব্যাট করতে নামা এভিন লুইস ও ক্রিস গেইল শুবিধা করতে পারেননি। দলী মাত্র ৪ রান ফিরে যান লুইস। দ্বিতীয় উইকেট জুটিতে শাই হোপকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন গেইল। ৩৬ রান করে গেইল ফিরে গেলে বিচ্ছিন্ন হয় এই জুটি। স্বল্প সময়ের ব্যবধানে হোপ ফিরে গেলে দলকে এগিয়ে নিতে থাকেন নিকোলাস পুরান ও শিমরন হেটমেয়ার। দুজন মিলে ৮৯ রানের জুটি গড়লেও হেটমেয়ার ৩৯ রানে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। একের পর এক ব্যাটসম্যানের বিদায়ের দিন ব্যাট হাতে নিংস সর্বোচ্চ। ৬৩ রান করেন পুরান। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২১২ রানের পুঁজি গড়ে উইন্ডিজ।

বল হাতে এদিন জোফরা আর্চার ৩টি, মার্ক উড ৩টি, জো রুট ২টি, ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট নেন ১টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »