অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত মনে করেন শুভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অভিজ্ঞ অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ মনে করেন বিপিএলের মত বিশ্ব আসরে কেবল তারুণ্যকে একতরফা প্রাধান্য না দিয়ে বরং অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত।

আর দিন কয়েক পরেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। সোহরাওয়ার্দী শুভ জাতীয় লিগে পারফর্ম করেছেন ব্যাট আর বল হাতে। কিন্তু তবুও দল পাননি বিপিএলের মত আসরে।

অনেকেই এমনটা জানার পরে অবাক হবেন। কিন্তু দেশের ক্রিকেটের রীতিই এমন। বয়স একটু বেড়ে গেলেই একজন অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয় বাতিলের খাতায়। জাতীয় দলে ফেরা অনেক দূর, বিপিএলে সুযোগ পাওয়াটাও হয়ে গেছে কঠিন ব্যাপার৷

বিপিএলে অভিজ্ঞদের ঠিক কতটা অবহেলা করা হচ্ছে সেটা মাশরাফিকে দেখলেই বুঝা সম্ভব। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকার পরেও দল পেয়েছেন তৃতীয় রাউন্ডের শেষে। অন্যদিকে বিপিএলের নিয়মিত পারফর্মার শাহরিয়ার নাফীস ও মোশাররফ হোসেন রুবেল দলই পান নি। এরা ক্রিকেটীয় দিকে বুড়িয়ে গেলেও ফিটনেস এখনো অনেক তরুণ ক্রিকেটারের চেয়ে ভালো।

জাতীয় লিগকে বলা হয় ঘরোয়া ক্রিকেটের প্রাণকেন্দ্র। কিন্তু এই টুর্নামেন্টে জ্বলে ওঠা ক্রিকেটারদের করা হয় উপেক্ষা। সোহরাওয়ার্দী শুভ’র দিক থেকে এই ব্যাপারটা দুর্ভাগ্য বলে চালিয়ে দিলেও এখনই সঠিক সময় বিপিএল কতৃপক্ষের এসব নিয়ে চিন্তা করার৷ অভিজ্ঞ শুভও এমনটাই মনে করেন।

দেশের ক্রিকেট ভিত্তিক একটি গণমাধ্যমকে শুভ বলেন, “আমার মনে হয় বিপিএলের সাথে জড়িত যারা, বিপিএল নিয়ে চিন্তা করেন, ফরম্যাট সাজান তাদের এই বিষয়টা অবশ্যই বিবেচনা করা উচিত। এটা এমন একটা ফরম্যাট যেখানে তরুণদের সুযোগ দেওয়ার চেয়ে অভিজ্ঞদের প্রাধান্য দিয়ে দল সাজানো উচিত। এই ফরম্যাটে খেলোয়াড় বানানোর চেয়ে প্রতিদ্বন্দ্বিতাটাই বেশি গুরুত্বপূর্ণ। খেলোয়াড় তৈরির জন্য প্রথম শ্রেণির টুর্নামেন্ট আছে, জাতীয় লিগ আছে। বিপিএল বিশ্বমানের একটি টুর্নামেন্ট, এখানে অভিজ্ঞ ও পারফর্মারদের সুযোগ দেওয়া উচিত তবেই এর মান বাড়বে।”

সোহরাওয়ার্দী শুভ জাতীয় লিগে প্রথম স্তরের সেরা অলরাউন্ডার। যদি পারফর্ম করতে পারতেন না তখন আক্ষেপ থাকতো না তবে একজন সেরা অলরাউন্ডার যখন দল পাননা তখন পুরো ব্যাপারটাকে দুর্ভাগ্য বলে চালিয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, “জাতীয় লিগে আলহামদুলিল্লাহ ভালোই খেলেছি। রান করেছি ৪০০ – এর মত, উইকেটও পেয়েছি ১৬টা। হয়েছি সেরা অলরাউন্ডার। প্রথম স্তরে শীর্ষ দলগুলোর মধ্যে সেরা অলরাউন্ডার হওয়া চাট্টিখানি কথা না। আমি আশা করি ভালো ফর্ম তারা বিবেচনা করবেন এবং আমাকে একটা সুযোগ দিবেন।”

একজন পেশাদার ক্রিকেটারের ক্রিকেট ছাড়া অন্য কোন আয়ের উৎস নেই। খেলার মধ্যে না থাকলে বন্ধ হয়ে যায় তাদের রুটিরুজি। তিনি জানান, “আর্থিক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পেশাদার ক্রিকেটার, ক্রিকেট ছাড়া আমরা অন্য কিছু করি না। আমাদের ব্রেড আর ব্যাটার হলো ক্রিকেট। এরকম বড় টুর্নামেন্ট খেলতে না পারলে আর্থিক দিক থেকে দুশ্চিন্তা থেকেই যায়৷ একইসাথে ব্যাপারটাকে খুব প্রফেশনালি নিচ্ছি। সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »