শোয়েব আক্তার »
মাঠে ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না এক সময় জাতীয় দলে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলের নিয়মিত সদস্য সাব্বির রহমানের। ধারাবাহিক ভাবে রান খরায় ভোগার কারনে দল থেকে বাদ পড়েছেন-ই। এমনকি ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতেও ছিল না তাঁর নাম। বিসিএলের পর মাঠের বাইরে নানা কেলেঙ্কারির সাথে যুক্ত সাব্বির শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগেও দল পান নি!
তবে, অবশেষে সুসংবাদ পেয়েছেন সাব্বির। দেরিতে হলেও ডিপিএলে তাঁকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। নিজেকে প্রমান করার ও জাতীয় দলে ফেরার জন্য অন্তত একটি সুযোগ সামনে পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ডিপিএলে ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের একাদশে জায়গা পেলেও পেতে পারেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো ক্রিকেট খেলা ত্রিকটিারদের নিয়েই দল সাজিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান ছাড়াও শাহরিয়ার নাফিস, মেহেদি মারুফ, সাদমান ইসলাম অনিক, পিনাক ঘোষ, মুক্তার আলী, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, নাঈম ইসলাম, জাকির আলি, নাবিল সামাদের মতো তারকা ক্রিকেটার’রা রয়েছেন রূপগজ্ঞে। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর।