অবসর ভেঙে আবারও ফিরছেন রাইডু

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপ চলাকালেই সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের ক্রিকেটার আম্বাতি রাইডু। তবে সেই অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এই ব্যাটসম্যান।

আম্বাতি রাইডু ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আসছেন বহু দিন ধরেই। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সম্ভাব্য তালিকায়ও ছিল রাইডুর নাম। তবে স্কোয়াডে তো জায়গা পাননি শিখর ধাওয়ানের ইনজুরির পরও ডাকা হয়নি তাকে। সেই ক্ষোভ থেকেই মূলত সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

কিন্তু স্টার স্পোর্টস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রাইডু জানান ঘরোয়া ক্রিকেট তো বটেই ভারতের জার্সিতেও মাঠে নামতে চান তিনি। রাইডুর ভাষ্য, ‘সিএসকেকে (চেন্নাই সুপার কিংস) সর্বদা পাশে পাশে পেয়েছি বলে আমি খুশি। আইপিএলে আমি অবশ্যই খেলবো।’

জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই, ভারতকে না করলো কে!’

বিশ্বকাপ চলাকালে পুরোপুরি আবেগের বসে নয়, কিছুটা বাস্তবতাও কাজ করেছিল তার অবসর নেয়ার ক্ষেত্রে এমনটাও জানান এই ব্যাটসম্যান। ‘ওটা আসলে পুরোপুরি আবেগি সিদ্ধান্ত ছিল না। বিশ্বকাপের জন্য গত ৪-৫ বছর ধরেই পপেক্ষা করেছিলাম। এই কয়েক বছর প্রচুর পরিশ্রম করেছি। তারপরও যদি সুযোগ না পান তাহলে তো আপনি হতাশ হবেনই।’

‘ক্রিকেটকে আমি খুব ভালোবাসি। তাই ভেবে দেখেচি কেন আরেকটিবার সামনে এগুতে পারব না! সাদা বলের খেলায় যত দ্রুত সম্ভব ফিরতে চাই আমি। নিজেকে ফিট করে গড়ে তোলার ক্ষেত্রে নজর দিব আমি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »