https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে সকল ধরনের আন্তর্জাতিক শিরোপা জিতিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১৫ বছর যাবৎ উইকেটের পেছনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। ধোনির তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে দলকে এখনো সার্ভিস দিয়ে চলেছেন। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ছিলো তার শেষ বিশ্বকাপ।
তবে ভারতীয় মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে মহেন্দ্র সিং ধোনি নাকি অবসরে যাচ্ছেন। আসলেই কি মহেন্দ্র সিং ধোনি অবসরে যাচ্ছেন নাকি এটি কোনো গুঞ্জন? আসল খবর হচ্ছে ভারতকে বিশ্বকাপ জেতানো এই সাবেক অধিনায়ক দুই মাসের জন্য ছুটি নিয়েছেন প্যারামিলিটারি রেজিমেন্টের হয়ে কাজ করার জন্য। আর এজন্য ধোনি দলের সঙ্গে ওয়েষ্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না।
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে দেখা করে কেন তিনি ওয়েষ্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন না তার কারণ ব্যাখ্যা করেছেন। ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল। মূলত ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২০১১ সালে ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল পদের জন্য বিবেচিত হয়েছিলেন। এই বিশেষ পদটি মূলত সম্মানজনক।
মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধু ও ম্যানেজার অরুণ পান্ডে বলেছেন, ‘ধোনি এখন অবসর নেবার কোনো চিন্তা করছে। তার মতো ক্রিকেটারের অবসরে যাওয়ার প্রশ্ন আসাটা দুর্ভাগ্যজনক। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। সেখানে হয়তো ছুটি শেষে ধোনিকে দেখা যেতে পারে।’
-নাসিফুল হাসান সৌমিক