অবশেষে স্বপ্নপূরন হচ্ছে টাইগার মিলনের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যে মানুষটির রক্তে মিশে আছে ক্রিকেট,বাংলাদেশ দলের খেলা মানেই স্টেডিয়ামের নিয়মিত মুখ টাইগার মিলনকে অবশেষে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে টাইগারদের সমর্থন দিতে গ্যালারিতে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ভিসা নামক সোনার হরিণ হাতে পেলেন দেশসেরা এই ক্রিকেট সমর্থক।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্যার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চ্যালেন আই এর বিশেষ সহযোগিতায় অবশেষে ইংল্যান্ডের ভিসা পেলেন ফ্যানস অফ বিডি টাইগার গ্রুপের উপদেষ্টা ফাহিমুল হক টাইগার মিলন।

যাদের সহযোগীতায় ইংল্যান্ডের ভিসা পেয়ে মাঠে গর্জন তোলার সুযোগ পেয়েছেন মিলন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিলন জানান, “এই অনুভূতি আপনাদের নিকট ভাষায় প্রকাশ করার মতো না। ইংল্যান্ডে আমার জন্মভূমি দেশ বিশ্বকাপ খেলছে অথচ আমি মাঠে বসে তাদের জন্য গলা পাটাতে পারছিলাম না এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল। অবশেষে মাননীয় প্রতিমন্ত্রী, ক্রিকেট বোর্ড ও চ্যানেল আই আমাকে সেই সুযোগ করে দিয়েছে যার জন্য আমি সবার নিকট কৃতজ্ঞ। আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিবো মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্যারকে, যিনি আমার ক্রিকেটের আবেগ বুঝতে পেরে আমাকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »