শোয়েব আক্তার »
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে এমন প্রশ্নের উত্তর খুঁজতে বেশি বেগ পেতে হয় না কাউকে। বিশ্বের বেশির ভাগ ক্রিকেট প্রেমি হয়তো এক বাক্যে মেনে নেবেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ই হচ্ছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। যতক্ষণ ক্রিজে থাকেন, চোখ জোড়ানো সব পুল, কাট, ড্রাইভে বল কে সীমানা ছাড়া করতে থাকেন তিনি।
কিন্ত সেই কোহলি কে এবার ‘অপয়া’ অপবাদ দিয়ে ভারতীয় দলকে শুভকামনা থেকে বিরত রাখতে অনলাইনে শুরু করা হয়েছে ভোট সংগ্রহ! কোহলি’র সাথে সাথে অপরাধী হিসেবে কাঠগড়ায় আছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। রোববার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় প্রমিলা দলের হারের পর যুক্তরাষ্ট্রের পিটিশন ওয়েবসাইট ‘চেঞ্জ. ওআরজি তে এমন অদ্ভত আবেদন করেন অভিনয় ঠাকুর নামের এক ভারতীয়।
বৃহস্পতিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ইংল্যান্ড ও ভারতের। তবে, বৃষ্টি বাঁধায় খেলা না হওয়ায় গ্রুপ পর্বের সেরা দল হওয়ায় ফাইনালে পৌঁছে যায় হারমানপ্রীত, শেফালি’রা। তখন-ই ফাইনালের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন কোহলি। তিনি লেখেন, ‘মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠায় প্রমিলা দল কে অভিনন্দন। আমরা তোমাদের নিয়ে গর্বিত। ফাইনালের জন্য অগ্রীম শুভকামনা রইল।’
বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় মহিলা দল কে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন বীরেন্দ্র শেবাগ ও। তাঁর টুইট টি ছিল, সেমি ফাইনালে খেলা দেখতে পারলে ভালো লাগতো। কিন্তু ইন্দ্র দেবতা কে, কে হারাতে পারে। পরিশ্রমের ফল কখনও বৃথা যায় না। গ্রুপ পর্বে সব ম্যাট জেতার ফল এটি। রোববার জন্য শুভকামনা।
কিন্তু রোববার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৫ রানের বড় ব্যবধানে হারে ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় ভারতীয় প্রমিলা দল।
অভিনয় ঠাকুরের দাবি, ভারত দলের জন্য কোহলি ও শেবাগ অপয়া। ওরা আমাদের জন্য দূর্ভাগ্য বয়ে আনে। আইসিসি’র কোন টূর্ণামেন্টে ভারত দলকে কোহলি ও শেবাগের অভিনন্দন জানানো বন্ধ করা হোক। বিশেষ করে সেমি-ফাইনাল, ফাইনাল ম্যাচের আগে। তাঁরা যদি অভিনন্দন জাননো বন্ধ না করে তবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট সাময়িক ভাবে নিষিদ্ধ করে রাখা হোক।
শুধু তা-ই নয়, কোহলি কে ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরাতেও ভোট সংগ্রহ করছে চেঞ্জ. ওআরজি নামক পিটিশন ওয়েবসাইট টি। সেখানে দাবি করা হয়েছে, বিরাট কোহলি অধিনায়ক থাকা অবস্থায় কোন বড় ট্রফ্রি জেতা হবে না ভারতের। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মা কে ভারতের অধিনায়ক করার দাবি জোর হচ্ছে।
সর্বশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর আর কোন বড় ট্রফি জিততে পারে নি বিরাট কোহলির দল। এরমধ্যে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, ২০১৫ বিশ্বকাপ, ২০১৯ বিশ্বকাপ এবং ঘরের মাঠে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় ভারত। মহিলা দলও ২০১৭ নারী বিশ্বকাপের ফাইনাল ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে যায়। অনুর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশের কাছে হেরে শিরোপা খুঁইয়েছে।
সব মিলিয়ে বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষেপে আছেন কোহলি-শেবাগের উপর। কাল পর্যন্ত ছয়’শ এর বেশি ভোট পড়েছে পিটিশনের উপর। পাশাপাশি পিটিশনের নিচে বেশ কিছু নেতিবাচক মন্তব্য ও লক্ষ্য করা যাচ্ছে! একজন লিখেছেন, ভারতীয় ক্রিকেটে কোহলির নেতিবাচক প্রভাব আছে। আরেক জনের মন্তব্য, ভারতীয় অধিনায়ক সবসময় দলের দূর্ভাগ্য বয়ে আনে।