নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একট সময় ক্রিকেটে ধুঁকতে থাকা বাংলাদেশ এখন ক্রিকেটের অন্যতম পরাশক্তি। এই বাংলার ক্রিকেট আকাশে সবসময়ই আষাঢ়ের সেই কালো মেঘ খেলা করতো। সময়ের বিবর্তনে সেই কালো আষাঢ়ের মেঘ ছেড়ে চৈত্রের মতো রৌদ্রজ্জ্বল আজ বাংলাদেশের ক্রিকেট আকাশ। বাংলাদেশের মেঘযুক্ত আকাশের জঞ্জাল সরিয়ে এই রঙ্গিন ক্রিকেট আকাশ তৈরী করতে যাদের অবদান অনস্বীকার্য তাদের মাঝে মুশফিকুর রহিম অন্যতম।
মুশফিকুর রহিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মাঝে অন্যতম। একজন উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে বেশ নামযশ রয়েছে বেশ৷ তবে আজকাল উইকেটের পিছনে মুশফিকের কিছু ভুল তার উইকেট কিপিংকে প্রশ্নবিদ্ধ করছেন। পুরো ম্যাচ উইকেট কিপিং করার পর ব্যাট হাতে পারফর্ম করাটাও বেশ সহজ কাজ নয়৷ তবুও এতদিন বেশ ভালোভাবেই সামলিয়েছেন তবে আজকাল একটু বেশিই সমালোচনার তীর ধেয়ে আসছে মুশির দিকে।
টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হয়েছে টেস্ট সিরিজের জন্য অনুশীলন। টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা প্রতিফলিত হচ্ছিলো ক্রিকেটারদের চোখে মুখে। তবে তারা ঘুরে দাঁড়াতেও চেষ্টার কমতি রাখছে না৷ সমালোচিত হওয়া মুশফিক আগেই জানিয়েছিলেন টেস্টে গ্লাভস হাতে থাকছেন না তিনি তার আভাসও মিললো প্রথম টেস্ট শুরুর আগে অনুশীলনে।
ইন্দোরে অনুষ্ঠিত প্রথম টেস্টের আগে গ্লাভস ছেড়ে ব্যাট হাতে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম গ্লাভস ছাড়ায় উইকেটের পিছন সামলানোর দায়িত্ব পাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। তাই তো প্রথম টেস্টের আগে গ্লাভস হাতে অনুশীলন করেছেন লিটন দাস। আগামী ১৪ তারিখ ইন্দোরে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আর আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে দিবারাত্রির টেস্ট।