নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসে আফগানিস্তানের সাথে টেস্ট সিরিজের পর অধিনায়ক না থাকার আগ্রহ প্রকাশ করে সাকিব আল হাসান । সাকিবের এমন কথার পরই গুঞ্জন উঠেছে সাকিব কি আসলেই অধিনায়কত্ব ছাড়ছেন নাকি আবারও থাকবেন। সাকিব টেস্ট সিরিজে অধিনায়কত্ব ছাড়ার কথা বললেও ত্রিদেশীয় সিরিজে তিনিই অধিনায়কত্ব করেন। তিনি অনাগ্রহ দেখালেও এখন পর্যন্ত বোর্ড থেকে বা তার নিজের কাছে থেকেও আসেনি সরাসরি কোন সিদ্ধান্ত। অধিনায়ক হিসেবে তিনিই থাকবেন নাকি ছেড়ে দিবেন এমন সিদ্ধান্ত নিয়ে আরও সময় নিতে চান তিনি।
সিপিএলে যাওয়ার আগে যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সবাই মিলেই আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্তের পর বলতে পারবো আমি অধিনায়ক থাকব না কি থাকব না। তবে যখন অনেক ইস্যু আসবে তখন সবাই মিলে আলোচনা করবো কোনটির হয়তো সমাধান আসবে আবার কোনটির হয়তে আসবে না।’
অধিনায়কত্ব সব সময় উপভোগ করেন না সেটা তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘অধিনায়কত্ব সবসময় উপভোগ করি না আবার সবসময় যে অপছন্দ করি তাও না। অনেক সময় কাজটা কঠিন মনে হয় আবার সহজ মনে হয়। আসলে প্রত্যাশা বেড়ে গেলে কাজ করাটা কঠিন হয়ে যায় আর এটাই স্বাভাবিক।’