নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট নিয়েই ব্যস্ত সময় কাটছে তার৷ আর এ-র মাঝেই তাকে দেখা গেলো মুন্সিগঞ্জে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করেন তামিম ইকবাল। আজ ১৩ ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে এক কর্মশালায় উপস্থিত ছিলেন তামিম । অনুষ্ঠান শেষে সদর উপজেলায় লাল ও সবুজ দলের ১০ ওভারের খেলায় উপস্থিত ছিলেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ক্রাউন সিমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির প্রমুখ।