হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আম্পায়ার তানভীর

নিউজ ডেস্ক »

নিজের এলাকাতেই লাঞ্ছনার শিকার হয়েছেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার তানভীর আহমেদ। মঙ্গলবার করোনা ইস্যুতে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার ছেলেরস লাঠিসোটা নিয়ে বাংলাদেশি এই আম্পায়ারের ওপর হামলা চালিয়েছে

এ ব্যাপারে বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল সন্ধ্যায় দেশের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নিজ এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন আম্পায়ার তানভীর আহমেদ।

কিন্তু কেন এমন এমন হামলার শিকার হয়েছেন এই আম্পায়ার? এমন প্রশ্নের জবাবে টুটুল বলেন,  ‘মূলত করোনাভাইরাস ইস্যুতেই শুরু হয় কথা কাটাকাটির এরপর একপর্যায়ে উনার উপর ওই হামলা।’

তিনি আরো জানান, ‘আম্পায়ার তানভীরের ভাই ঢাকার বাইরে থেকে বেচারাম দেউরিতে নিজ বাড়িতে ফিরে আসার পর স্থানীয় যুবকরা তাকে বাসায় ঢুকতে বাধার সৃষ্টি করে। মূলত করোনাভাইরাস সংক্রমণের শঙ্কার জন্য এমন বাধা দেয়া হয়েছে। আর এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে এলাকার ছেলেরা তানভীর ও তার ভাইকে লাঠি দিয়ে আঘাত করেন। আর এতে তারা দুজনই আহত হন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »