হাতে ফোসকা নিয়ে অনুশীলন ছেড়েছেন ইমরুল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চারমাস পরে মিরপুরের সবুজ গালিচায় ব্যাট হাতে নামলেন ইমরুল কায়েস।শুধু নামেননি করেছেন অনুশীলনও।প্রথম দিনের অনুশীলনেই হতে ফোসকা নিয়ে বাসার পথে রওনা দিতে হয়েছে ইমরুলকে।

আইসিসির নির্দেশনা মেনে গতকাল থেকে বাংলাদেশী ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে।দেশের চারটি স্টেডিয়ামে ভাগ হয়ে অনুশীলন করছে মোট ৯ জন ক্রিকেটার। প্রথম ধাপের এই অনুশীলন চলবে ২৫ জুলাই পর্যন্ত। ঢাকায় অবস্থানরত ৪ ক্রিকেটার অনুশীলন করছেন মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে। গতকাল শুরুর দিনে অনুশীলন করেছেন মুশফিক, মিথুন , এবং শফিউল। আর আজকে থেকে অনুশীলনে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। একই স্টেডিয়ামে অনুশীলন করলেও দেখা হওয়ার সুযোগ নেই তাদের। তারা অনুশীলন করছেন সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে।

সোমবার আগেভাবেই ঘুম থেকে উঠে পড়েন ইমরুল। কিন্তু উঠেই মন খারাপ বাঁহাতি এই ব্যাটসম্যানের। বাইরে চোখ পড়তেই দেখলেন বৃষ্টি ঝরছে। যদিও মিরপুরে আসার পথে বৃষ্টি বাধা হতে পারেনি। ঠিকই মিরপুরে হাজির হয়ে যান তিনি। তবে বৃষ্টির জন্য রানিং করা হয়নি ইমরুলের। ব্যাটিং আর জিম করেই প্রথমদিন পার করেছেন।১০টা থেকে অনুশীলন ছিল ইমরুলের। যথা সময়েই মাঠে হাজির হন অভিজ্ঞ এই ক্রিকেটার। শুরুতে আধা ঘণ্টার মতো জিম করে ইনডোরে যান ইমরুল। ইনডোরের নেটে ৪৫ মিনিট ব্যাটিং করেন তিনি। এরপর আবারও জিমে ঘাম ঝরান ইমরুল

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় মাঠে আসা হয়নি। বাকি ক্রিকেটারদের মতো ইমরুলও বাসায় নিয়মিত ফিটনেসের কাজ করে গেছেন। যে কারণে জিমে কাটানো সময়টা নতুন মনে হয়নি তার কাছে। কিন্তু দীর্ঘদিন ব্যাটিং করা হয়নি, তাই সোমবার ব্যাট ধরে অন্যরকম অনুভূতি কাজ করেছে ইমরুলের মাঝে।কেবল অন্যরকম অনুভূতিই নয়, পুরনো এক অভিজ্ঞতা নতুন করে হলো ইমরুলের। ৪৫ মিনিট ব্যাটিং করে হাতে ফোসকা পড়ে গেছে তার। ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে ক্রিকেট বলে ব্যাটিং করতে গিয়ে হাতে ফোসকা পড়া স্বাভাবিক ঘটনা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর পার করা ক্রিকেটারদের সচরাচর এমন হয় না। কিন্তু ইমরুলের বেলায় এমনই হলো।

ফোসকা পড়ে যাওয়ায় মন মতো ব্যাটিং করা হয়নি ইমরুলের। আরও কিছুক্ষণ ব্যাটিং করার ইচ্ছা থাকলেও ৪৫ মিনিটের বেশি পারেননি। বাধ্য হয়েই গ্লাভস, প্যাড খুলে রাখতে হয় তাকে। মঙ্গলবার কীভাবে ব্যাটিং করবেন, সেটা নিয়েই ভাবতে হচ্ছে তাকে। ইমরুল বলেন: ‘প্রথম দিনটা ভালোই গেছে। কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে। তিন-চার মাস পর ব্যাটিং করলাম, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। হাতে ফোসকা পড়ে যাওয়াও দুই-একদিন পর হয়তো ব্যাটিং করতে হবে। তবে অবস্থা ভালো হলে কালও করব ব্যাটিং, দেখা যাক। খুব বেশি ফোসকা না পড়লেও হাতে ব্যথা লাগছিল। এ কারণে আর করিনি।’

হাতে ফোসকা পড়া, ব্যাটিংয়ের ছন্দে সমস্যা; তবুও প্রথম দিনটি ভালো মনে হচ্ছে ইমরুলের। মাঠে ফেরা, ব্যাটিং করতে পারায় স্বস্তির নিশ্বাস ফেলছেন তিনি, ‘প্রায় ৪ মাস পর ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। একটু অন্যরকম অনুভূতি। খুব ভালো লাগছে। কারণ ঘরে বসে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি। কিন্তু ব্যাটিং করার অভ্যাসটা গড়ে উঠেনি। ৪ মাস পর ব্যাটিং করলাম খুব ভালো লাগছে।’

সোমবার মুশফিক ও শফিউলের অনুশীলন ছিল না। তবে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছেন মোহাম্মদ মিঠুন। বৃষ্টির কারণে তিনিও রানিং করতে পারেননি। মাঠে পৌঁছে শুরুতে আধা ঘণ্টার মতো ব্যাটিং করেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এরপর প্রায় ৪০ মিনিটের মতো জিম করে অনুশীলন শেষ করেন মিঠুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »