সাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পান হামজা

নিউজ ডেস্ক »

হামজা চৌধুরী, অনেকেই নামটির সাথে পরিচিত। বাংলাদেশের বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিস্টার সিটির হয়ে। হয়ে গেছেন তাদের নিয়মিত সদস্য৷ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ।

বর্তমান স্বপরিবার থাকেন ইংল্যান্ডে। বাংলাদেশী বংশদ্ভূত হলেও স্বপ্ন দেখেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার। বিদেশে থাকলে দেশের নিয়মিত খোঁজ রাখেন হামজা। ক্রিকেটের বড় ভক্ত তিনি। চিনেন সাকিব- তামিমদের।

সম্প্রতি প্রথম আলোর এক সাক্ষাৎকারে তিনি জানান সাকিব আল হাসানের বড় ভক্ত তিনি৷ তার ব্যক্তিত্ব হামজার পছন্দ। তার কাছ থেকে খোঁজেন অনুপ্রেরণা৷ তিনি বলেন, ‘সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়৷ ব্যাটিং বোলিং উভয়ে সে অনেক ভালো করে। তার ব্যাক্তিত্ব আমার ভালো লাগে। বাংলাদেশের কোনো খেলা থাকলে আমি সব সময় খোঁজ রাখার চেষ্টা করি।’

হামজা দেশের ক্রিকেটের ভক্ত হলেও দেশের ফুটবলের তেমন কোনো ধারণা নেই। বাংলাদেশ ফুটবল দলে কে কে খেলেন সেটাও জানেন না তিনি।

বাংলাদেশ সময়ঃ ২:৪০ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »