মাশরাফীর স্ত্রীও করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক »

কথায় আছে সময় যখন খারাপ যায় তখন চারিদিক থেকেই যায়। গেলো মাসের ২১ জুন শনিবার খবর আসে, করোনা পজিটিভ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এর দুইদিন পর করোনা পজিটিভ হন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। এবার করোনায় আক্রান্ত মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও।

করোনায় আক্রান্ত হওয়ার পর দুই সন্তানকে পাঠিয়ে দেন মাশরাফির গ্রামের বাড়ি নড়াইলে।

আজ নিজ জেলার লোহাগড়া উপজেলায় এক ভিডিও কনফারেন্সে আসেন মাশরাফী। এ সময় মাশরাফী নিজেই তার স্ত্রীর করোনা আক্রান্তের কথা জানান। উক্ত কনফারেন্সে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কণ্ঠে ছিল আবেগ আর ভালোবাসার মিশ্রিত বাণী।

মাশরাফী বলেন, ‘আমি ও আমার স্ত্রী করোনা পজিটিভ। আজ সতেরো দিন আমাদের সন্তান হুমায়রা ও সাহেল আমাদের থেকে অনেক দূরে রয়েছে, ওরা ভীষণ কষ্টে আছে, আমরাও হয়তো ভালো নেই। এই করোনা লড়াইয়ে আমার প্রিয়তমা সারথি হয়ে আমার স্ত্রী সেও আক্রান্ত হয়েছে। আল্লাহ্ চাইলে সব সংকট দ্রতু কেটে যাবে, আবার আপনাদের সঙ্গে একসাথে মিলিত হবো ইনশাআল্লাহ্‌।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »