ভেট্টরির কাছ থেকে তাইজুল রপ্ত করছেন নতুন টোটকা

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ তাইজুল ইসলাম। লাল বলের ক্রিকেটে তাইজুল বরাবরই বাংলাদেশ দলের ভরসার প্রতীক। সাকিব আল হাসানের সাথে পাল্লা দিয়ে উইকেট তুলেছেন তিনি। দেশের মাটিতে তাইজুলের টার্ন, বাউন্সে নাজেহাল সব ক্রিকেটাররাই। তবে উপমহাদেশের বাইরে সাফল্য পেতে এবার যোগ করছেন নতুন টোটকা।

বুধবার (১০’ই জুন) ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুলের নতুন টোটকা সম্পর্কে বলেন ভেট্টরি। ১০০ দিনের চুক্তিতে কোচিং করাতে এসে তাইজুলে মুগ্ধ তিনি। তবে বিদেশে সফলতা এনে দিতে টপ স্পিন টোটকাটা শেখাচ্ছেন তাকে। এ সম্পর্কে ভেট্টরি বলেন, ‘উপমহাদেশে বল স্পিন বেশি করে। এরপর ড্রিফট করতে পারাটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। উপমহাদেশের সেরা স্পিনাররা বলে ড্রিফট করতে পারে। তারা বল স্পিনও দারুণভাবে করাতে পারে। এটা কিছুটা উইকেটের কারণে, কিছুটা তাদের সাইড-স্পিনের জন্য। সাইড-স্পিন বিষয়টি এমন যে এটা আপনি ছোটো থেকে শিখতে পারবেন না, এটা পরবর্তীতে অর্জন করে নিতে হয়। আমি মনে করি তাইজুলের জন্যেও বিষয়টি তেমন। সে টপ-স্পিন করতে পারবে, এনিয়ে আমরা অনেক বলেছি। সে সাইড স্পিনের উপরে অনেক ভরসা করে। আগেও সে এমন করেছে। আমরা এখন কাজ করছি, যাতে করে তাকে টপ স্পিনে পারদর্শী করা যায়।’

তাইজুলের ক্যারিয়ারও বলে বিদেশের মাটিতে মোটেও ভালো নয় তার রেকর্ড। দেশের মাটিতে দেশের অন্যতম সেরা বোলারই কিনা বিদেশের মাটিতে একেবারেই আড়ালে চলে যান। দেশের মাটিতে ১৯ ম্যাচে উইকেট সংখ্যা যেখানে ৯৩ টি সেখানে বিদেশের মাটিতে ১০টি টেস্ট খেলে উইকেট সংখ্যা মাত্র ২১ টি। দেশের মাটিতে মাত্র ২৭ গড়ে বল করে যাওয়া তাইজুলেরই কিনা বিদেশের মাটিতে গড় ৬০.০৪! বিষয়টি মোটেও এড়িয়ে যাননি ভিট্টরি। বিদেশের মাটিতেও সাফল্য এনে দিতেই শিষ্যকে শেখাচ্ছেন নতুন বিদ্যা।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »