ভারতে হচ্ছে না এবারের আইপিএল

নিউজ ডেস্ক »

ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। করোনা ভাইরাসের কারণে আইপিএল ১৩তম আসর স্থগিত হয়েছে দফায় দফায়। তবে ভারতের করোনা ভাইরাসের মহামারীর অবনতির কারণে এবারের আসর ভারতে হচ্ছেনা বলে জানিয়েছে বিসিসিআই এর এক কর্মকর্তা।

আইপিএল এর এবারের আসরে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে বিসিসিআই। টি২০ বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এতোদিন আইপিএল এর তারিখ ঘোষণা করতে পারেনি বিসিসিআই৷ তবে টি২০ বিশ্বকাপ স্থগিত করা হলেও শংকা থেকেই যাচ্ছে আইপিএলের এবারের আসর নিয়ে। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না থাকায় দেশটিতে এবার বসবেনা জমকালো এই আসরটি। বিকল্প হিসেবে দেশটির প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরাত। আপাতত সে পথেই এগোচ্ছে বিসিসিআই এমনটিই জানিয়েছেন এক কর্মকর্তা।

ভারতীয় এক গণমাধ্যমকে বিসিসিআই এর এক কর্মকর্তা জানান, ‘বিসিসিআই এর হাতে এখন মাত্র একটাই সুযোগ বাকি আছে। এই সূচি ৮০ ভাগ চূড়ান্ত বাকিটা সব যায়গা থেকে অনুমোদনের অপেক্ষায়।’

সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হতে পারে ফ্রাঞ্চাইজি দলগুলোর প্রস্তুতি ক্যাম্প। নিজেদের দ্বায়িত্বেই অনুশীলন করবে দলগুলো।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »