ব্যাট হাতে নিতে পেরে স্বস্তি পেয়েছেন মুশফিক

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলে সবার আগে অনুশীলনে আসেন মুশফিকুর রহিম। আর সবার শেষে অনুশীলন শেষ করেন তিনি। ক্রিকেটের প্রতি, দলের প্রতি তার নিবেদনের কথা সবারই জানা। এই মুশফিক নিজেকে আর সামলাতে পারছেন না। নেমে গেছেন ব্যাট হাতে।

প্রায় ৩ মাসের বেশি সময় ধরে ঘরবন্দী। ম্যাচ তো অনেক দূরের কথা অনুশীলনও করতে পারছেন না ক্রিকেটাররা৷ এমন সময়ে সবারই খারাপ লাগবে স্বভাবিক। তবে মুশফিকের ব্যাপারটা সম্ভবত খুব বেশিই। যে মানুষটা মাত্র কয়েকদিন ব্যাটিং ছাড়া, অনুশীলন ছাড়া থাকতেই পারেননা তিনি কিনা ৩ মাস ধরে আছেন মাঠের বাইরে!

অবশেষে আর ধৈর্য্য রাখতে না পেরে মুশফিক নেমে গেলেন ব্যাট হাতে। এত দিন নিজের ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন। নিয়মিত শরীরচর্চা করছেন। তবে আজ তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। নিজের বাসার নিচে হালকা ব্যাটিং করেছেন। সাথে করেছেন কিপিং অনুশীলন।

মুশফিক এসব ভিডিও করে নিজের ভেরিফাউড ফেসবুক পেজে আপলোড করেন। ভিডিওতে দেখা যায় তিনি ব্যাটিং করছেন। আর অপর প্রান্ত থেকে কেউ বোলিং করছেন। অন্যদিকে একটা চেয়ারকে উইকেট বানিয়ে পেছনে কিপিংও করছেন তিনি।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »