বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ইংলিশদের সংগ্রহ মাত্র ৩৫

নিউজ ডেস্ক »

অবশেষে দীর্ঘ ১১৭ দিন পর মাঠে গড়ালো আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখেই মাঠে নেমেছে দু’দল। তবে বেরসিক বৃষ্টিতে প্রত্যাবর্তনটি ভালো হয়নি ক্রিকেটের। বৃষ্টির বাধায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার ৪ বল।

দিনের শুরুতে খেলতে নেমে বৃষ্টির বাধায় টস না করেই মধ্যাহ্নভোজের বিরতিতে চলে যায় দু’দল। স্থানীয় সময় ১.৩০ মিনিটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ সদ্য অভিষিক্ত অধিনায়ক বেন স্টোকস।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে ইংল্যান্ড। ইনিংস শুরুর ২য় ওভারের ৪র্থ বলেই বোল্ড হয়ে ফেরেন ইংলিশ ওপেনার ডমিনিক শিবলি। শ্যানন গ্যাব্রিয়েলের সুইংয়ে বিভ্রান্ত হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ররি বার্নসের সাথে জুটি গড়েন জো ডেনলি। তবে বৃষ্টির বাধায় বেশিক্ষণ খেলা চালানো সম্ভব হয়নি মাঠে। দিনে মাত্র ১৭ ওভার ৪ বল খেলে ইংলিশদের সংগ্রহ ছিলো মাত্র ৩৫ রান। ররি বার্নস ২০ (৫৫) এবং জো ডেনলি ১৪(৪৮) রানে অপরাজিত আছেন। ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র উইকেট শিকারী বোলার সদ্য ইঞ্জুরি থেকে সেরে ওঠা শ্যানন গ্যাব্রিয়েল।

সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্ট / প্রথম দিন
ইংল্যান্ডঃ ৩৫/১(১৭.৪)
ররি বার্নস ২০(৫৫)*, জো ডেনলি ১৪(৪৮)*

শ্যানন গ্যাব্রিয়েল ৫-১-১৯-১

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »