বিশ্বকাপে সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেছে এখনোঃ বিজয়

সাকিব শাওন »

বয়সভিত্তিক দল থেকেই শুরুটা ছিলো স্বপ্নের মতো রঙিন। এরপর ভালো পারফর্ম করেই জায়গা করে নেন ২০১৫ বিশ্বকাপ দলে। বিশ্বকাপের মাঝে ইঞ্জুরিতে পড়েন এনামুল হক বিজয়। কাঁধে চোট পাওয়া বিজয় এরপর ফিট হয়ে জাতীয় দলে ফিরলেও নিজেকে আর সেই আগের রূপে ফিরে পাননি। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দলে থিতু হতে পারছেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও জাতীয় দলে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না বিজয়। আশা করছেন ভালো করে খুব তাড়াতাড়ি আবার জাতীয় দলে নিজেকে মেলে ধরবেন।

বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরা সবাই ঘরবন্দী অবস্থায় রয়েছেন। এই হোম কোয়ারান্টাইনের সময়টাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়কে মুঠোফোনে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। ক্যারিয়ার সহ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে বিজয়ের সাথে কথা বলেছেন নিউজ ক্রিকেট ২৪ ডট কমের প্রতিবেদক সাকিব শাওন

নিউজ ক্রিকেটঃ পরিবারে নতুন সদস্য এসেছে আপনাদের সুতরাং কেমন কাটলো এবারের ঈদ?

এনামুল বিজয়ঃ আসলে এবারের ঈদটা আমার জন্য অন্যরকম ছিলো কারণ আমার মেয়ের সাথে প্রথম ঈদ এটি আমাদের। অবশ্য সবাই নতুন পোশাক পরেছি। অন্যবার কুষ্টিয়াতে ঈদ করা হয় বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এবার ঢাকাতেই ঈদ করেছি আর সাথে ত নতুন অতিথি ছিলো সবমিলিয়ে বলবো ভালো সময়ই কেটেছে।

নিউজ ক্রিকেটঃ অনেকদিন হলো মাঠের বাইরে সুতরাং এই সময়ে নিজেকে ফিট রাখার জন্য কি করছেন?

এনামুল বিজয়ঃ আসলে নিজেকে ফিট রাখার জন্য প্রতিনিয়ত কাজ করছি। বাসার মধ্যে যতটুকু করা যায় তার সবই করছি। সর্বশেষ মেয়ে হওয়ার কারণে সপ্তাহখানেকের বেশি কোন কাজ করিনি তবে তাড়াতাড়ি আবার কাজ শুরু করবো।

নিউজ ক্রিকেটঃ আপনার ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি রয়েছে এর ভিতরে কোন সেঞ্চুরিকে এগিয়ে রাখবেন?

এনামুল হকঃ তিনটিই অনেক পছন্দের আমার কাছে, তবে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে খুলানায় করা প্রথম সেঞ্চুরিটি আমার অনেক পছন্দের।

নিউজ ক্রিকেটঃ আপনি অধিনায়ক সেক্ষেত্রে উইকেট রক্ষক হিসেবে কাকে চাইবেন?

এনামুল হকঃ মহেন্দ্র সিং ধোনি। কারণ সে মাঠে থাকা মানে অধিনায়কের জন্য বাড়তি একটা সুবিধা।

নিউজ ক্রিকেটঃ কোন বোলারকে দেখলেই তার বল আপনার মারতে মন চাই?

এনামুল বিজয়ঃ এটা বলা কঠিন তবে মিরাজের বল দেখলেই মারতে মন চাই।

নিউজ ক্রিকেটঃ আপনার জাতীয় দলের শুরুটা বেশ ভালো হলেও পরবর্তীতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এর কারণ কি?

এনামুল হকঃ আসলে ইঞ্জুরির কারণে যখন আমি দল থেকে ছিটকে যাই তারপর যখন আবার দলে ফিরে আসি তখন আমার আত্নবিশ্বাসের ঘাটতি দেখা যায় যে কারণে এর প্রভাব পড়ে পারফরমেন্সে। যার কারণে দলে আসলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। মূলত ইঞ্জুরির কারণেই আমি পিছিয়ে পড়েছি। চেষ্টা করছি আবার ভালো করে দলে ফেরার জন্য।

নিউজ ক্রিকেটঃ ২০১২ এশিয়া কাপ ফাইনাল ম্যাচের দৃশ্য এখনো কি নাড়া দেয় আপনাকে?

এনামুল বিজয়ঃ অবশ্যই, তখন আমি অনেক জুনিয়র ছিলাম অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলে মাত্র দলে ডাক পেয়েছি। ফাইনালে ২ রানে হেরে যাওয়ার পর খুবই কষ্ট লেগেছিলে। প্রথমে আমি নিজেই কাঁদো কাঁদো অবস্থায় ছিলাম, যখন দেখলাম মাঠে মুশফিক ভাই নাসির ভাই হাউমাউ করে কাঁদছিলো এরপর সাকিব ভাইকে ও কাঁদতে দেখলাম তখন আমিও নিজেকে আর ধরে রাখতে পারিনি। ওই দিনের কথা মনে পড়লে এখনো খারাপ লাগে অনেক।

নিউজ ক্রিকেটঃ ঘরোয়া ক্রিকেটে আপনার ডাবল সেঞ্চুরি রয়েছে জাতীয় দলের হয়ে কোন ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করতে চান?

এনামুল হকঃ আসলে ইচ্ছা তো রয়েছে ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করার। বাকিটা আল্লাহ ভরসা।

নিউজ ক্রিকেটঃ আপনার প্রিয় ক্রিকেটার কে?

এনামুল হকঃ সাকিব আল হাসান। সাকিব ভাইয়ের ব্যবহার, আচরণ কথাবার্তা সবকিছুতেই তিনি অলরাউন্ডার। তার সাথে যারা মিশেছে তারাই কেবল মাত্র বলতে পারবেন তিনি কতটা উদার মনের। সাকিব ভাইয়ের একটা কথাও যদি শোনা যায় ঠিকমতো তাহলে ঐই একটি কথা দিয়েই অনেক দূর যাওয়া সম্ভব। জুনিয়রদের জন্য তিনি অনেক হেল্পফুল। সাকিব ভাই খুব সোজা-সাপ্টা পিছনে কথা বলেন না যেটা আমার ভালো লাগে অনেক।

নিউজ ক্রিকেটঃ একটি নৌকা ডুবে যাচ্ছে সেই নৌকায় দুইজন রয়েছে। তবে তাদের মধ্যে থেকে একজনকেই বাঁচানোর সুযোগ থাকছে সেক্ষেত্রে নাসির না সৌম্য, আপনি কাকে বাঁচাবেন?

নিউজ ক্রিকেটঃ সৌম্য আমার বেস্ট ফ্রেন্ড সুতরাং আমি সৌম্যকেই আগে বাঁচাবো।

নিউজ ক্রিকেটঃ মাঠের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ক্রিকেটার সবচেয়ে বেশি সিরিয়াস থাকেন?

এনামুল বিজয়ঃ মুশফিকুর রহিম। সবাই সিরিয়াস থাকেন তবে মুশফিক ভাই পুরো ম্যাচ জুড়েই খুবই সিরিয়াস থাকেন।

নিউজ ক্রিকেটঃ এখনো পর্যন্ত নিজের কোন ইচ্ছাটি অপূর্ণ রয়ে গেছে আপনার?

এনামুল বিজয়ঃ বিশ্বকাপের মঞ্চে নিজের একটি সেঞ্চুরি, এই ইচ্ছাটি এখনো অপূর্ণ রয়ে গেছে আমার।

নিউজ ক্রিকেটঃ সামনেই তো টি-২০ বিশ্বকাপ কোন পরিকল্পনা রয়েছে কি জাতীয় দলে সুযোগ পেতে?

এনামুল বিজয়ঃ টি-২০ বিশ্বকাপের আগে যদি বিপিএল হয় তাহলে চেষ্টা করবো অবশ্যই বিপিএলে ভালো করে দলে ফেরার জন্য। আর তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও নজর থাকবে পারফরম্যান্স কিভাবে উন্নতি করে আবার দলে ফেরা যায়।

নিউজ ক্রিকেটঃ আপনার প্রিয় ফুটবলার কে?

এনামুল বিজয়ঃ লিওনেল মেসি। এক কথায় যদি বলি সে একজন জাদুকর ফুটবলার। আমি তাকে খুবই পছন্দ করি।

নিউজ ক্রিকেটঃ বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য আলাদা করে কি কোন পরিকল্পনা করছেন?

এনামুল বিজয়ঃ আলাদা ভাবে কাজ বলতে আমি যে শর্টস গুলা ভালো খেলি সেগুলোকে আরো ভালো কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করছি। সাথে ব্যাটিংয়ে যেখানে আমার ছোট ছোট ভুল বা দুর্বলতা রয়েছে সেটাকে আরো ভালো কিভাবে করা যায় সেটা নিয়েও কাজ করছি। মূলত ভালো করার বিকল্প নেই, ভালো করলেই আবার দলে ফিরতে পারবো।

নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

এনামুল বিজয়ঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একই সাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই ঈদের শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »