বিশ্বকাপের অনন্য রেকর্ডে শচীনের পরেই সাকিব

নিউজ ডেস্ক »

রেকর্ড ভাঙা গড়ার খেলা ক্রিকেটে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ইতিহাস। পুরনো মুছে নতুনের ঝলকানি। এ যাত্রায় থেমে নেই কি বোলার, কি ব্যাটসম্যান! তবে যে রেকর্ড স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে যুগ থেকে যুগান্তর, তা হলো বিশ্বকাপ মঞ্চ। যেখানে বিরল এক রেকর্ড গড়ে সম্মানের জায়গায় আছেন সাকিব আল হাসান।

ক্রিকেট ইতিহাসের বাঘা বাঘা সব নাম ছাপিয়ে সাকিব দখল করেছেন শীর্ষ স্থানের পরের জায়গাটি। তবে কি সেই রেকর্ড? বলছি, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশিবার অর্ধশতকের দেখা পাওয়া ব্যাটসম্যানদের কথা। দুনিয়া কাঁপানো মহাতারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা কিংবা এবি ডি ভিলিয়ার্স, এ্যাডাম গিলক্রিস্ট কিংবা জ্যাক ক্যালিসের মতো মহাকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার, সবাইকেই পেছনে ফেলেছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের উপরে আছেন কেবল শচীন রমেশ টেন্ডুলকার। যার বিশ্বকাপ হাফ-সেঞ্চুরীর সংখ্যা ২১টি। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত বিশ্বকাপে ম্যাচ খেলেছেন ৪৫টি। এরপরই আছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলা সাকিব ২০১৯ সাল পর্যন্ত ২৯ ম্যাচে মোট ১২ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন। যার মধ্যে ছয়টি অর্ধশতক গেল বিশ্বকাপেই।

তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখল করেছেন ভিন্ন দেশের তিন তারকা। যদিও সাকিবের সমান সংখ্যক অর্ধশতক নিয়েও তৃতীয় স্থানে শ্রীলংকান কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কেননা ২০০৩ থেকে ২০১৫ সালে পর্যন্ত ৩৭ ম্যাচ (সাকিবের চেয়ে ৮ ম্যাচ বেশি) খেলেছেন তিনি।

চার নম্বরে থাকা অজি কিংবদন্তী রিকি পন্টিংয়ের হাফ-সেঞ্চুরী ৪৬ ম্যাচ থেকে ১১টি। খেলেছেন ১৯৯৬ থেকে ২০১১। সেরা পাঁচ জনের মধ্যে সবশেষ নামটি এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান এই তারকা ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মোট ২৩টি বিশ্বকাপ ম্যাচ খেলে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন ১০ বার।

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »