ফর্ম ফিরে পেতে নাজমুল আবেদিন ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন মুমিনুল

নিউজ ডেস্ক »

বর্তমান বাংলাদেশ টেষ্ট দলের অধিনায়ক মুমিনুল হক। দেশের মাঠে অনবদ্য তাঁর রেকর্ড। কিন্তু মাঝে কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছিলো পারফরম্যান্স। হাসছিলো না ব্যাট। বাদ পড়েছিলেন দেশের শততম টেষ্টে। এর পর ২০১৮ সালে শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করলে সে সিরিজের আগে বিকেএসপি গিয়েছিলেন মুমিনুল। করেছিলেন অনেক খেলোয়াড়দের শিক্ষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে আলাদা অনুশীলন।

মুমিনুলের উপর তখন স্পিন বোলিং খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি নাকি স্পিন ভালো খেলতে পারছিলেন না। আর তাই সেটি নিয়ে কাজ করতে ছুটে যান বিকেএসপিতে। কাজ করেন দেশ সেরা ক্রিকেট শিক্ষক নাজমুল আবেদিন ফাহিমের সাথে। সাথে ছিলো একজন কম্পিউটার অ্যানালিস্ট।

এই ব্যাপারে মুমিনুল বলেন, ‘আমার তখন খুব খারাপ সময় যাচ্ছিলো। আমাকে আগের সিরিজ থেকে বাদ দেয়া হয়। দেশের শততম টেষ্টেও আমাকে বাদ দেয়া হয়। ম্যানেজমেন্টের মনে হয়েছিলো আমি স্পিন ভালো খেলতে পারিনা। তাই আলাদা ভাবে এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে ফিরে পেতে চেয়েছি।’

মুমিনুল আরো বলেন, ‘সিরিজের আগে ২ সপ্তাহের জন্য আমি বিকেএসপি চলে যায়। সেখানে ফাহিম স্যারের তত্বাবধানে থাকি। সেখানে একজন ভিডিও অ্যানালিস্টো ছিলো। সে আমাকে ভিডিও দেখিয়ে সাহায্য করেছিলো কিভাবে স্পিন ভালো খেলতে হয়।’

মুমিনুল শ্রীলঙ্কার বিরুদ্ধে সে ম্যাচের ২ ইনিংসে ২টি সেঞ্চুরি করেন। একটিতে ১৭৬ রান আরেক আরেকটিতে ১০৫ রান।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »