নতুন পদ্ধতিতে ডাকা হবে নো বল

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে এতোদিন পিঁছিয়ে ছিলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। আগামী ৩০ জুলাই হতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসির নতুন নিয়মের এই লিগ পদ্ধতি।

আর এই সুপার লিগে উদ্বোধনী ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। আর এই সিরিজে নতুন নিয়ম হিসেবে নো বলের বিষয়টি সম্পূর্ণ থার্ড আম্পায়ার দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।

এর আগে গেলো বছরের  ডিসেম্বরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে সিরিজে বোলারদের উপর পরীক্ষামূলকভাবে ভাবে প্রযুক্তিটি ব্যবহার করেছিল আইসিসি। সেই সিরিজটি সফলতা পাওয়ার পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এই নো-বলের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়। সর্বশেষ এবার সুপার লিগে একই প্রযুক্তির সাহায্য নিতে যাচ্ছে আইসিসি।

বিশ্বকাপের এই সুপার লিগে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ৩০ জুলাই। দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে ১ এবং ৪ আগস্টে।

নিউজক্রিকেট২৪/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »