দুঃস্থ পরিবারের সাথে তাসকিন আহমেদ

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। বাংলাদেশেও দিন দিন এর প্রকোপ বেড়েই চলছে। তাই অসহায়দের জন্য জীবনযাপন করাও হচ্ছে কষ্টসাধ্য। অন্যান্য ক্রিকেটারের মতো এবার অসহায়দের পাশে দাঁড়ালেন তাসকিন আহমেদ।

পূর্বেও তার জন্মদিনে বাড়িভাড়া মওকুফ করে এই দূর্যোগে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।এবার গাজীপুরের ১০০ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাসকিন। ঈদকে সামনে রেখে উপহার সামগ্রী গাজীপুরের ১০০ পরিবারে বিতরণ করেন তিনি। করোনার এমন অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশী এই পেসার।

করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে ছিলেন ক্রিকেটাররা। নিজেদের বেতনের ৫০ ভাগ দেওয়ার পাশাপাশি সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি মর্তুজারা নিজেদের প্রিয় জিনিস নিলামের মাধ্যমে বিক্রি করেছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া মানুষদের কল্যাণে।

বাংলাদেশ সময়: ১২:২০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »