দুঃস্থদের সহযোগিতায় এবার ব্যাট-জার্সি নিলামে তুলবেন ডু প্লেসিস

নিউজ ডেস্ক »

বিশ্বে করোনা ভাইরাসের মহামারীতে গৃহবন্দী মানুষ। এই কঠিন সময়ে দুঃস্থ মানুষদের সহোযোগিতায় একে একে এগিয়ে আসছেন বিভিন্ন ক্রিকেটাররা। মরগান থেকে শুরু করে বাংলাদেশের মুশফিকুর রহিম পর্যন্ত বিভিন্ন ক্রিকেটাররা নিলামে তুলেছেন তাদের প্রিয় সামগ্রী। এবার সেই পথে হাটলেন দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

দক্ষিণ আফ্রিকার শিশুদের বাঁচাতে নিজের প্রিয় গোলাপি জার্সি এবং নিজের ব্যাট নিলামে তুলবেন তিনি। বিষয়টি নিজেই টুইটারে নিশ্চিত করেন ফাফ ডু প্লেসিস। ডু প্লেসিস বলেন, ‘আপনারা জানেন, কোভিড–১৯ মহামারি অনেক মানুষকেই বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকাতেও এর প্রভাব পড়ছে। সে জন্যই আমি অল আফ্রিকা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার প্রায় নতুন আইএক্সইউ ব্যাটটি এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের গোলাপি জার্সি নিলামের জন্য দিয়েছি।’

হিলসন আফ্রিকা ফাউন্ডেশন নামক একটি দাতব্য সংস্থাকে নিজের ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা গোলাপি জার্সি এবং ব্যাটটি নিলামে তুলতে দিয়েছেন তিনি। সংস্থাটির আপাতত লক্ষ মাত্রা ৫ লাখ আফ্রিকান র‍্যান্ড।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »