থুথু নিয়ে ভিন্ন পরিকল্পনা শচীন-লি’র

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে ক্রিকেটের নিয়মে ৫টি পরিবর্তন এনেছে আইসিসি। এর মধ্যে সব থেকে আলোচিত সিদ্ধান্ত ছিলো বোলারদের থুথু ব্যবহারে নিষেধাজ্ঞা। যে সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ক্রিকেটের জন্য আত্মঘাতী হিসেবে। কেননা, বলে থুথু ব্যবহার না করলে বোলাররা অনেকটাই ধারহীন হয়ে পড়বেন বলেও আশঙ্কা করছেন অনেকেই। এতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে সেক্ষেত্রে বোলারদের সুবিধার জন্য বিকল্প পদ্ধতির কথা ভেবেছেন শচীন টেন্ডুলকার এবং ব্রেট লি। দুজনের পরিকল্পনা আলাদা হলেও দুটোতেই বোলাররা কিছুটা সুবিধা পাবে এবং ব্যাটসম্যানরাও খুশি থাকবেন বলে জানান সাবেক দুই গ্রেট।

অনলাইনে ইংলিশ পেসার ব্রেট লি’র সাথে এক আলোচনায় শচীন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে ৮০ ওভার নয়, ৪০-৫০ ওভারের ভিতরে নতুন বল আনার পক্ষে মতামত দিয়েছেন। কেননা, থুথু ব্যবহার করা না গেলে শুধুমাত্র ঘামের উপর নির্ভর করে খেলা সম্ভব নয়। অনেক সময় আবহাওয়ার কারণে শরীরে ঘাম নাও থাকতে পারে। তখন খেলার মান একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। শচীন টেন্ডুলকার বলেন, ‘টেস্ট ক্রিকেটে উইকেট ভালো না হলে খেলার মান কমে যায়। বিশেষ করে ব্যাটসম্যানরা যদি মনে করে যে বাজে শট না খেললে আউট হবো না তাহলে খেলা ভালো হয় না। বোলারও এরকম সময় হতাশ হয়ে ভাবতে পারে। আমাকে কেবল ধৈর্য্য ধরতে হবে। সে ক্ষেত্রে আপনি খেলা এগোনোর সঙ্গে সঙ্গে প্রতি ৪০, ৪৫ বা ৫৫ ওভারে নতুন একটা বল দিন। কারণ ওয়ানডে ক্রিকেটে আমরা ৫০ ওভার খেলি। সেখানে দুটো নতুন বল ব্যবহার করা হয়। মানে ২৫ ওভার করে একটা বল খেলা হয়। সে ক্ষেত্রে টেস্টে এটা করা যেতে পারে।’

ব্রেট লি অবশ্য বল দ্রুত পরিবর্তনের থেকে বলকে শাইন করার জন্য নতুন কোন উপাদান ব্যবহারের পক্ষে। ব্যাটসম্যানদের সাথে আলোচনা করে নির্দিষ্ট একটি উপাদানকে লালার বিকল্প হিসেবে স্বীকৃতি দিলে ক্ষতি দেখছেননা এই পেসার। ব্রেট লি বলেন, ‘সবাই একমত হয় এমন কোনো ভিন্ন উপাদান ব্যবহার করা যেতে পারে। যাতে ব্যাটসম্যানরা খুশি থাকে এবং বোলাররাও খুশি হয়।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »